
রংপুরে অবৈধ মজুদ টিসিবি’র সয়াবিন তেল উদ্ধার : গ্রেফতার ২


আব্দুল্লাহিল শাহীন , রংপুর থেকে : রংপুরে অবৈধভাবে মজুদ করা টিসিবি’র সয়াবিন তেল উদ্ধার করেছে মেট্রোপলিটন ডিবি পুলিশ। এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে নগরীর রবার্টসনগঞ্জের হাজী নূর আলম এর মালিকানধীন বিল্ডিংয়ে ভাড়াটিয়া ইরফান হাসান সুমনের (৩৪) গোডাউন অভিযান চালায় পুলিশ। এ সময় ওই গোডাউনে থাকা মজুদ করা টিসিবি’র ৩২৪ কার্টুনে ৬ হাজার ৪৮০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। টিসিবি’র পণ্য মজুদ ও অবৈধভাবে বিক্রির অভিযোগ ইরফান হাসান সুমন ও আলমনগর কলোনী এলাকার মৃত সুলায়মান আলীর ছেলে হারুণ উর রশিদকে (৫৫) গ্রেফতার করে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি (ডিবি) উত্তম প্রসাদ পাঠক বলেন, করোনা ভাইরাসে বিপর্যন্ত গরিব-দুঃখী মানুষের জন্য সরকার দেয়া টিসিবি পণ্য ন্যায্য মূল্যে বিক্রয়ের জন্য বলা হলেও কতিপয় অসাধু ব্যবসায়ী অবৈধ লাভের উদ্দেশ্যে মজুদ করে বেশি দামে বিক্রি করছে। আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবার্টসনগঞ্জে অভিযান পরিচালনা করে টিসিবি’র সয়াবিন তেল উদ্ধার করেছি। যার আনুমানিক মূল্য ৬ লাখ ৪৮ হাজার টাকা। আমরা ২ জনকে গ্রেফতার করেছি। এ ঘটনার সাথে জড়িত হারুন অর রশিদের ছেলে রাজিব হাসান (২৮) ও নয়ন পারভেজকে (৩৪) গ্রেফতারে চেষ্টা চলছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





