
রংপুরের পাগলাপীরে সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত


আব্দুল্লাহিল শাহীন, রংপুর থেকে : রংপুরে ট্রাক চাপায় ব্যাটারী চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। ট্রাকের সামনের চাকা বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারালে দূর্ঘটনার ঘটনাটি ঘটে। গুরুতর আহত আরো দশ জনকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিক্যালে নেয়া হয়েছে।
স্থানিয় লোক জনের কাছে জানা গেছে রংপুরের কিশোরগঞ্জ উপজেলার সিংগের গাড়ি পারের হাটে খিলল গঞ্জ চন্দনের হাট থেকে যাত্রী গুলো প্রতিদিন আকিজ কোম্পানিতে কাজ করতে যায় অটোতে করে। অটোর যাত্রী সবাই মহিলা শ্রমিক হাজির হাট আকিজ কোম্পানিতে কাজ করে। তিন জন মহিলা শ্রমিক ঘটনা স্থানেই মারা যায়।বাকি সবাইকে গুরুত্বর অবস্থায় রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায় সকাল সাতটার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ থেকে দুইটি ব্যাটারী চালিত অটোরিকশায় কয়েকজন রংপুর নগরীর হাজির হাট যাচ্ছিলেন। অটোরিকশা গুলো পাগলাপীরে পৌঁছলে পিছন দিক থেকে আসা একটি ট্রাকের সামনের চাকা বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটো রিকশা দুটোকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন ও গুরুতর আহত অবস্থায় আরো দশ জনকে রংপুর মেডিক্যালে ভর্তি করানো হয়েছে। উদ্ধার কাজে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসও অংশ নেয়।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





