রোববার থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার : রুহুল কবির রিজভী
বাংলাপ্রেস অনলাইন: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, আগামী রোববার থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতকার নেয়া হবে।
শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
রিজভী বলেন, রোববার রাজশাহী ও রংপুরের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতকার চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এরপর ধারাবাহিকভাবে সব বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতকার নেয়া হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়া এখনো চলছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে শুক্রবার পঞ্চম ও শেষ দিনের মতো শুরু হয়েছে দলের মনোনয়ন ফরম বিক্রি ও জমাদানের কাজ।
আজ সকালে দেখা যায়, সারা দেশ থেকে আসা নেতাদের বেশিরভাগই কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করে এসে মনোনয়ন ফরম জমা দিচ্ছেন। শেষ দিনে ফরম কিনেছেনও বেশ কয়েকজন নেতা। গত চার দিনে ৪১১২ জন নেতা দলের মনোনয়নপত্র কিনেছেন। বুধবার মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়ার তৃতীয় দিনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। রক্তাক্ত হয়ে পড়ে নয়াপল্টন ও এর আশপাশ এলাকা।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাঁদের কণ্ঠ রেকর্ড আছে: জামায়াত নেতা