১৩ অক্টোবর ২০২৫

রোহিতকে নিয়ে নতুন যে সিদ্ধান্ত নিল বিসিসিআই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৬:৫২ এএম
রোহিতকে নিয়ে নতুন যে সিদ্ধান্ত নিল বিসিসিআই

বাংলাপ্রেস ডেস্ক:   ভারতের ওয়ানডে দলের নেতৃত্ব থেকে রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার সম্প্রতি রোহিতকে অধিনায়কত্ব থেকে সরিয়ে শুভমান গিলকে দায়িত্ব দিয়েছেন। এই সিদ্ধান্তকে ঘিরেই ক্রিকেট অঙ্গনে চলছে তুমুল আলোচনা। 

 

হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার মন্তব্য করেছেন, রোহিতকে সরানোই কেবল শেষ নয়, সামনে আরও কঠিন সিদ্ধান্ত আসতে পারে। তার ভাষায়, যদি কেউ আগামী দুই বছরের পরিকল্পনায় নিজেকে নিশ্চিতভাবে রাখতে না পারে, তাহলে আরও খারাপ খবরের জন্য প্রস্তুত থাকতে হবে।   

গাভাস্কার বলেন, রোহিত এখন শুধু ওয়ানডে খেলছেন। টেস্ট ও টি–টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। অথচ আন্তর্জাতিক ক্যালেন্ডারে এখন ওয়ানডে ম্যাচ অনেক কম। যদি বছরে ৫-৭টি ম্যাচই খেলে, তাহলে বড় টুর্নামেন্টের জন্য প্রয়োজনীয় ম্যাচ প্র্যাকটিস পাওয়া কঠিন। সে কারণেই নির্বাচকরা ভবিষ্যতের কথা ভেবে শুভমান গিলকে প্রস্তুত করছেন। 

 

তিনি আরও বলেন, রোহিত নিজেও এই সিদ্ধান্তের সঙ্গে একমত। কারণ, ২০২৭ বিশ্বকাপ সামনে রেখে এখন থেকেই তরুণ নেতৃত্বকে তৈরি করা জরুরি। এটা দলের ভবিষ্যতের জন্য সঠিক পদক্ষেপ।

রোহিত শর্মা ২০২৭ সালের বিশ্বকাপে খেলবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তখন তার বয়স হবে ৪০ বছর, আর ভিরাট কোহলির ৩৯। এ দুই সিনিয়র ক্রিকেটার এখন শুধু ওয়ানডে খেলেন। কিন্তু দেশে ওয়ানডে সিরিজ খুবই সীমিত। ফলে দীর্ঘমেয়াদি প্রস্তুতির ঘাটতি থেকেই যাচ্ছে।

গাভাস্কারের মতে, যদি রোহিত ও কোহলি আন্তর্জাতিক ওয়ানডেতে সীমিত সুযোগ পান, তবে তাদের ঘরোয়া ক্রিকেট—বিশেষ করে বিজয় হাজারে ট্রফির মতো টুর্নামেন্টে খেলতে হবে। নইলে ম্যাচ ফিটনেস ধরে রাখা কঠিন হবে। 

 

ভারত আগামী ২০২৭ সালের বিশ্বকাপের আগে অন্তত ২৭টি ওয়ানডে খেলবে বলে জানা গেছে। তবে বেশিরভাগ সময়ই ব্যস্ত থাকবে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে। 

অক্টোবরের ১৯ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। সেখানে রোহিত ও কোহলির ফেরার কথা রয়েছে। এই সিরিজের পারফরম্যান্সেই নির্ধারিত হতে পারে তাদের আন্তর্জাতিক ক্যারিয়ারের পরবর্তী পথচলা।

বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন