১৪ অক্টোবর ২০২৫

রুহিয়া থানা পরিদর্শন করেছে ঠাকুরগাঁও পুলিশ সুপার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রুহিয়া থানা পরিদর্শন করেছে ঠাকুরগাঁও পুলিশ সুপার
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন রুহিয়া থানা আকস্মিক পরিদর্শন করেছেন। ২০ নভেম্বর (রবিবার )দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন রুহিয়া থানা আকস্মিক পরিদর্শনে আসেন। এ সময় তাকে রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা পুলিশ সদস্যরা তাকে সশস্ত্র সালাম প্রদান করেন । সম্প্রতি অগ্নিকান্ডে মধুপুর গ্ৰামের ৮ম শ্রেণীর ছাত্রীর বই ও পোশাক আশাক পুড়ে যাওয়ায় তাকে নতুন বই উপহার দেওয়া হয়। থানা পরিদর্শন কালে থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখা, মামলা তদন্ত, প্রশাসনিক কার্যক্রম, অনলাইন জিডি এবং পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিষয়ে থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য সকল পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মহোদয়। সেই সাথে তিনি থানার মালখানা, বিভিন্ন দাপ্তরিক নথিপত্র ও মামলা সংক্রান্ত বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন,ওসি (তদন্ত) শহিদুর রহমান, এসআই আকবর আলী,এসআই লুৎফর রহমান,এসআই সজল বসাক, এসআই জাকিউল ইসলাম, এস আই আব্দুল আলিম সহ অন্যান্য পুলিশ সদস্য । এ ব্যাপারে রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন