সাবেক মন্ত্রী এহছানুল হক মিলন গ্রেফতার

বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. এহছানুল হক মিলনকে চট্টগ্রাম নগরী থেকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার ভোররাত পৌনে ৪টার দিকে বন্দরনগরী চট্টগ্রাম থেকে মিলনকে আটক করা হয়। চট্টগ্রামে এক আত্মীয়ের বাসায় ছিলেন অবস্থান করছিলেন তিনি। চট্টগ্রাম ডিবি পুলিশের সহায়তায় চাঁদপুরের ডিবি পুলিশের একটি দল মিলনকে আটক করেছে। তবে এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে সরাসরি কেউ গণমাধ্যমে কথা বলেননি।
প্রতিমন্ত্রী মিলনের আত্মীয় ও গৃহকর্তা শাহ আলম গণমাধ্যমকে বলেন, চাঁদপুর থেকে দুবারের নির্বাচিত সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন তাঁর আত্মীয়। গত ১৩ নভেম্বর তিনি এ বাসায় আসেন। রাত সাড়ে ৪টার দিকে পুলিশের একটি দল মিলনকে মাইক্রোবাসে উঠিয়ে চাঁদপুরের উদ্দেশে রওনা দেয়। সম্প্রতি বিদেশ থেকে ফিরে মিলন আদালতে আত্মসমর্পণের জন্য নিজ এলাকায় যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানান শাহ আলম।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাঁদের কণ্ঠ রেকর্ড আছে: জামায়াত নেতা