১৪ অক্টোবর ২০২৫

সাকিবের জন্য খারাপ লাগছে: তামিম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
সাকিবের জন্য খারাপ লাগছে: তামিম

বাংলাপ্রেস অনলাইন: তামিমের সঙ্গে ২০৭ রানের এক জুটি গড়লেন সাকিব আল হাসান। কিন্তু সেঞ্চুরি পেলেন না মাত্র ৩ রানের জন্য। সতীর্থের জন্য খারাপই লাগছে সেঞ্চুরি পাওয়া তামিমের।

ওপেনার এনামুল হক দ্রুত ফিরে যাওয়ার পর গতকাল তামিমের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে সাকিব গড়লেন ২০৭। দ্বিতীয় উইকেট জুটিতে বাংলাদেশের যেটি সর্বোচ্চ। সব মিলিয়ে দ্বিতীয় আর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তৃতীয়। সাকিব-তামিম দুজনই সমান্তরালে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে।

সাকিব অবশ্য তামিমের তুলনায় একটু দ্রুত গতিতেই এগোচ্ছিলেন। বিশ্বসেরা অলরাউন্ডারের তিন অঙ্ক ছোঁয়াটা যখন সময়ের ব্যাপার, তখন তাঁর যাত্রার সমাপ্তি! দেবেন্দ্র বিশুকে সুইপ করতে গিয়ে হেটমায়ারকে দিলেন ক্যাচ। ৯৭ রানে থেমে গেল দারুণ এক ইনিংস। টেস্ট-ওয়ানডে মিলিয়ে এ নিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে দুবার ৯৭ রানে ফিরলেন সাকিব।

অসাধারণ জুটি গড়ার পরও বন্ধু সেঞ্চুরি হাতছাড়া করেছে—তামিমের খারাপই লাগছে এতে। ম্যাচ শেষে সেই খারাপ লাগার কথা বললেন বাঁহাতি ওপেনার, হতাশাজনক। জানি না ও হতাশ হয়েছে কি না…অবশ্যই হতাশ। আমি জানি সে কী পরিশ্রম করেছে। এই উইকেটে পছন্দমতো শট খেলার কোনো উপায় ছিল না। অনেক কষ্টে রান করতে হয়েছে। ও অনেক কষ্ট করেছে, অথচ তিনটা রানের জন্য সেঞ্চুরি পায়নি। তবে যতটুকু করেছে সেটি সবার মনে রাখা উচিত।

সাকিবের জন্য খারাপ লাগছে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও, ওরা দুজন যেভাবে খেলেছে অসাধারণ। ব্যাটিং বিভাগকে উজ্জীবিত করতে আমাদের এ মুহূর্তে এটাই দরকার ছিল। আর সাকিবকে যে কাজটা দেওয়া হয়েছে সেটি সে করতে পেরেছে। অবশ্যই সেঞ্চুরি করলে ভালো লাগত। কিন্তু যা প্রয়োজন ছিল, দলের জয়। সেটি হয়েছে।

তাঁকে নিয়ে মাশরাফি-তামিমের মধ্যে যতটা খারাপ লাগা কাজ করছে, সেই সাকিবের কেমন লাগছে? ম্যাচের পর ড্রেসিংরুমের বাইরে আসেননি। রাতে কথা হলো মুঠোফোনে। টিমে হোটেলে নিজের রুমে বসে শুধু এতটুকুই বললেন, সেঞ্চুরি হাতছাড়া নিয়ে আমার কোনো আফসোস নেই।

বাংলাপ্রেস /এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন