বাংলাপ্রেস ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে চলছে তুমুল জল্পনা। রজার বিনির পদত্যাগের পর বোর্ড এমন একজন সম্মানিত সাবেক ভারতীয় ক্রিকেটারকে দায়িত্ব দিতে চায়, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে কৃতিত্ব ও বিশ্বাসযোগ্যতার দিক থেকে সবার কাছে গ্রহণযোগ্য। আর সেক্ষেত্রে শচীন টেন্ডুলকারের নামই সবচেয়ে জোরেশোরে শোনা যাচ্ছে।
সূত্র বলছে, বর্তমান আইসিসি চেয়ারম্যান জয় শাহ নিজেই এ ব্যাপারে উৎসাহী এবং শচীনকে বোঝানোর দায়িত্ব নিয়েছেন। সেপ্টেম্বরে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
রজার বিনি ২০২২ সালের অক্টোবরে সৌরভ গাঙ্গুলির স্থলাভিষিক্ত হয়ে বোর্ডের প্রেসিডেন্ট হয়েছিলেন। ভারতের ঐতিহাসিক ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। তবে বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, ৭০ বছর পূর্ণ হওয়ায় তাকে আর পুনর্নির্বাচন করা সম্ভব হয়নি।
বোর্ডের একাংশ মনে করছে, প্রেসিডেন্টের পদটি এমন একজন প্রভাবশালী ক্রিকেটারের হাতে থাকা উচিত, যিনি ভারতের মর্যাদার প্রতীক। সৌরভ গাঙ্গুলি ছিলেন সফল অধিনায়ক, রজার বিনি বিশ্বকাপজয়ী দলের নায়ক—এবার বোর্ড চাইছে নতুন এক কিংবদন্তিকে এই সম্মানসূচক দায়িত্বে দেখতে।
তবে শচীন টেন্ডুলকার এই প্রস্তাবে রাজি হয়েছেন কি না, তা এখনো স্পষ্ট নয়। কারণ বর্তমানে তিনি একাধিক বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত, অথচ বোর্ড সভাপতি হতে হলে সেগুলো ছাড়তে হবে। যদিও জয় শাহর সঙ্গে শচীনের সম্পর্ক ঘনিষ্ঠ, তাই শেষ পর্যন্ত তিনিই বোর্ড প্রেসিডেন্ট হবেন কি না, সে সিদ্ধান্ত জানতে অপেক্ষা করতে হবে এজিএম পর্যন্ত।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]