১৪ অক্টোবর ২০২৫

শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে নিউ ইয়র্কে আ.লীগ-বিএনপিতে উত্তেজনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে নিউ ইয়র্কে আ.লীগ-বিএনপিতে উত্তেজনা
নিউ ইয়র্ক প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘে ৭৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরে আসাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগ বিএনপির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।ইতোমধ্যে দু’দলের নেতা-কর্মিরা প্রতিবাদ-প্রতিরোধ নামে পাল্টাপাল্টি কর্মসূচিও ঘোষনা করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশন উপলক্ষে আগামী ২৩ থেকে ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে। ওই ভাষণে রোহিঙ্গা সংকটসহ সমসাময়িক বিভিন্ন ইস্যু স্থান পেতে পারে। যুক্তরাষ্ট্র সময় ২৩ সেপ্টেম্বর সকালে প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক পৌঁছাবেন। সেদিন সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির ম্যানহাটানের হিলটন হোটেলের বলরুমে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর সম্মানে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নাগরিক সংবর্ধনার আয়োজন করছে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়সহ বাংলাদেশ সরকার ও বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা ওই অনুষ্ঠানে অংশ নেবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আগামী ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্ক ছাড়বেন। লন্ডন হয়ে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউ ইয়র্কে নাগরিক সংবর্ধনার দিন মিডটাউন ম্যানহাটানে হোটেল হিল্টনের সামনে বিক্ষোভ ও কাল পতাকা দেখাবে বিএনপি-জামায়াতের কর্মিরা। এজন্যে তারা নিউ ইয়র্ক শহর কর্তৃপক্ষের অনুমতিও যোগাড় করেছেন বলে বিএনপির একটি সুত্র জানিয়েছেন। ঐদিন সকালে জনএফকেনেডি (জেএফকে) বিমানবন্দরে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মিরা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন। এসময় বিএনপির নেতাকর্মিরাও পাল্টা কর্মসুচি হিসেবে কালো পতাকা প্রদর্শন ও প্রতিবাদ বিক্ষোভ করবে বলে বিএনপির সূত্রটি জানায়। জাতিসংঘে শেখ হাসিনার ভাষণের সময়ে বাইরে আওয়ামীলীগ করবে শান্তি সমাবেশ, অপরদিকে বিএনপি ঘোষণা দিয়েছে প্রতিবাদ সমাবেশের।বিএনপির কর্মসূচির জন্যেও কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগও জেএফকে বিমানবন্দর ও জাতিসংঘের সামনে সর্বত্র শান্তিপূর্ণ কর্মসূচির জন্যে কর্তৃপক্ষের অনুমতি সংগ্রহ করেছেন বলে দলীয় সুত্রে জানা গেছে। আওয়ামীলীগের পক্ষে ঘোষণা দেয়া হয়েছে, প্রতিবাদের নামে জামায়াত-শিবিরের প্ররোচনায় বিএনপি যদি কোন অসভ্য-অগণতান্ত্রিক আচরণের চেষ্টা করে তাহলে তার সমুচিত জবাব দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে গত ১৬ সেপ্টেম্বর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে আওয়ামীলীগ-বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচির আয়োজন করেন। একই স্থানে পাশাপাশি যুবলীগের ব্যানারে দুটি এবং যুক্তরাষ্ট্র বিএনপির ৩ গ্রুপের পৃথক ৩টি র‌্যালি বের করা হয়।সকলেই পরস্পরের বিরুদ্ধে নানা স্লোগান দেন। তবে সেখানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন