
সেনাবাহিনী মোতায়েনকে স্বাগত জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট



বাংলাপ্রেস, ঢাকা: নির্বাচন উপলক্ষে সশস্ত্র বাহিনী মোতায়েনকে স্বাগত জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি। আলাদা বিবৃতিতে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে আহবায়ক ডক্টর কামাল হোসেন আশা করেন নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে দেশপ্রেমিক সেনাবাহিনী। যা আগে ছিল না। সেনা সদস্যরা জনস্বার্থের বিপক্ষে দাঁড়াবে না আশাবাদ জানিয়ে তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে কাজ করবে না সেনা সদস্যরা। সশস্ত্র বাহিনী সব দলের জন্য সমান সুযোগ তৈরি ও ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করেন ডক্টর কামাল হোসেন।
এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে, আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগের সিদ্ধান্তকে স্বাগত জানান। বলেন, সেনাবাহিনী নিয়োগের ফলে নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি হবে যা এতোদিন মোটেও বিদ্যমান ছিল না।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন



মিরপুর অগ্নিকাণ্ডে নিহতদের পাশে জামায়াত আমির, ১ লাখ টাকা অনুদানের ঘোষণা


কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাঁদের কণ্ঠ রেকর্ড আছে: জামায়াত নেতা
