১৫ অক্টোবর ২০২৫

শহীদদের স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
শহীদদের স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।   বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা, গণআন্দোলনের ইতিহাস সংরক্ষণ, সংশ্লিষ্ট সকলের অবদানকে স্বীকৃতি এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলা ও দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র ও জনতার লড়াইয়ের বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে এই মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে: ১. ১৬ জুলাই: ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ ও ওয়াসিম আকরামসহ সব শহীদদের স্মরণে চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব সমাবেশে দুই বিভাগের বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, কলেজ, উপজেলা ও পৌর ইউনিটের নেতাকর্মীরা অংশ নেবেন। ২. ১৬ জুলাই বুধবার: চট্টগ্রাম ও রংপুর বিভাগ ছাড়া দেশের সব জেলা ও মহানগরে শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হবে। ৩. ১৭ জুলাই বৃহস্পতিবার: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি অনুষ্ঠিত হবে। ৪. ১৮ জুলাই শুক্রবার: বাদ আসর সারাদেশের উপজেলা ও পৌর ইউনিটে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন