বাংলাপ্রেস ডেস্ক: রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতাদের বুধবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে সামরিক কুচকাওয়াজে উপস্থিতি ছিল পশ্চিমবিরোধী একটি ‘নতুন বিশ্বব্যবস্থা’ গড়ার প্রচেষ্টার অংশ। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি প্রধান এ কথা বলেছেন।
কায়া কাল্লাস সাংবাদিকদের বলেছেন, ‘আজ বেইজিংয়ে প্রেসিডেন্ট শিকে রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার নেতাদের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখে বোঝা যায় এটি কেবল পশ্চিমবিরোধী প্রতীকী প্রদর্শন নয়, বরং নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি সরাসরি চ্যালেঞ্জ। এটি শুধু প্রতীকী নয়, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ টিকে আছে চীনের সমর্থনের ওপর।এটাই বাস্তবতা, যা এখনই ইউরোপকে মোকাবিলা করতে হবে।’
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে রাশিয়ার ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার কিম জং উন শি চিন পিংয়ের দুই পাশে দাঁড়ান, যা পশ্চিমবিরোধী অবস্থান জোরালো করতে শি ও তার মিত্রদের সপ্তাহব্যাপী কূটনৈতিক প্রদর্শনের চূড়ান্ত মুহূর্ত ছিল।
তিয়েনআনমেন স্কোয়ারের লাল গালিচা দিয়ে হেঁটে যাওয়ার বিরল একটি দৃশ্যে শি দুজনের সঙ্গে হাত মেলান এবং তাদের সঙ্গে কথা বলেন। তার ডান পাশে ছিলেন পুতিন, বাম পাশে কিম।
পরবর্তী এক বক্তৃতায় কাল্লাস বলেন, ‘আমরা আন্তর্জাতিক শৃঙ্খলা পরিবর্তনের সচেতন প্রচেষ্টার মুখোমুখি হচ্ছি। চীন ও রাশিয়া শত বছরে না দেখা পরিবর্তনের নেতৃত্ব একসঙ্গে দেওয়ার কথা বলছে এবং বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার পুনর্গঠন চাইছে।’ কাল্লাস বলেছেন, ইউরোপকে এই বৈশ্বিক অস্থিরতার মুখে তার ‘ভূরাজনৈতিক শক্তি’ আরো ভালোভাবে প্রদর্শন করতে হবে।
তিনি আরো বলেন, ‘একটি নতুন বৈশ্বিক ব্যবস্থা তৈরি হচ্ছে।এটি ইউরোপ ছাড়া গড়ে উঠবে না, তবে এটি নির্ভর করবে ইউরোপ কী করতে চায় তার ওপর—আমরা কি স্বীকার করতে প্রস্তুত যে ইউরোপকে একটি ভূরাজনৈতিক ভূমিকা নিতে হবে।’
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]