১৪ অক্টোবর ২০২৫

সিদ্দিক-সামাদের অপকর্মে অতিষ্ঠ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সিদ্দিক-সামাদের অপকর্মে অতিষ্ঠ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ
নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে সিদ্দিকুর রহমান ওরফে কালা সিদ্দিক ও আব্দুস সামাদ আজাদ ওরফে লম্বু সামাদের অপকর্মে অতিষ্ঠ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মিরা। আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ উপেক্ষা করে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সম্মেলন না করে মোটা অংকের অর্থের বিনিময়ে সাম্প্রতি বিভিন্ন অঙ্গরাজ্য কমিটি করে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয় আওয়ামীলীগের জন্ম ইতিহাস নিয়েও তাচ্ছিল্য করেছেন এই দুই নেতা। এসব অভিযোগে গত বুধবার রাতে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলন করেছেন ত্যাগী নেতাকর্মিরা। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও আওয়ামী পরিবারের লোকজন এ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের দেখভালের দায়িত্বে থাকা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নাম ভাঙিয়ে সিদ্দিকুর রহমান ওরফে কালা সিদ্দিক ও আব্দুস সামাদ আজাদ ওরফে লম্বু সামাদ মেয়াদ্দোত্তীর্ণ এ সংগঠন নিয়ে একের পর এক অসাংগঠনিক কর্মকাণ্ড চালাচ্ছেন। লিখিত বক্তব্যে বলা হয়, পাঁচ বছর আগে দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহ-সভাপতি নজমুল ইসলাম। হৃরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আরেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সিরাজউদ্দিন আহমেদ। সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমানকে বহিষ্কার করা হয়েছে সাংগঠনিক শৃংখলা বিরোধী অপরাধে। গুরুতরভাবে অসুস্থ ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মনিরুল হকও মারা গেছেন ছয় বছর আগে। এসব শূন্য পদ পূরণের অনুমতি দিয়েছেন আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা নিজেই কিন্তু সেই নির্দেশ বাস্তবায়িত করার নামে নিজের পছন্দের ৪৬ জনকে কো-অপ্ট করা হয়েছে। যদিও সাধারণ সম্পাদক পদটি এখনও অপূর্ণই রয়ে গেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের দফতর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী। সংবাদ সম্মেলনের প্রেক্ষাপট উপস্থাপন করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ড. প্রদীপ রঞ্জন কর। লিখিত বক্তব্যে বলা হয়, 'দলে অনুপ্রবেশকারী ও সুবিধাবাদী সিদ্দিকুর রহমান ঐতিহ্যবাহী প্রাচীন এ দলের সমস্ত নিয়ম-কানুন, গঠনতন্ত্র ও কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা উপেক্ষা করে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এবং দলের নেতা-কর্মীদের প্রলোভন দেখিয়ে যা ইচ্ছা তাই করে চলছেন। কোন নিয়ম-কানুন ব্যতিত দলের অনেককে পদের লোভ দেখিয়ে নিজের অপকর্ম ঢাকার চেষ্টা করছেন।' এ সময় নির্বাহী সদস্য শরিফ কামরুল হিরা বলেন, আমাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে না জানিয়ে। আবার অনেককে টোপ দেয়া হয়েছে পদের। ড. প্রদীপ কর অভিযোগ করেন, ছাত্রশিবির, জাগোদলের লোকজনকেও কমিটিতে নেয়া হয়েছে নিজের স্বার্থে। বাণিজ্য সম্পাদক মিসবাহ আহমেদ, শিক্ষা সম্পাদক এম এ করিম জাহাঙ্গির অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান নিজের অসাংগঠনিক কর্মকাণ্ড অব্যাহত রাখার মতলবে যুক্তরাষ্ট্র যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগে বিবাদ লাগিয়েছেন। বিভিন্ন অঙ্গরাজ্য কমিটি গঠনের নামে চাঁদাবাজি করা হচ্ছে। ড. প্রদীপ কর জানান, জননেত্রী শেখ হাসিনাকে নিউ ইয়র্কে বিপুল সংবর্ধনার প্রস্তুতি চলছে। এছাড়া জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশত বার্ষিকী উদযাপন করা হবে ইউনিয়ন স্কোয়ারে। সে প্রস্তুতিও চলছে। সেপ্টেম্বরে সভাপতির উপস্থিতিতে নতুন কমিটি গঠিত হবে। তারাই বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী বিপুল উৎসাহে করবেন। তিনি বলেন, সিদ্দিকুর রহমানের অন্যায়-অপকর্মের বিস্তরিত তথ্য হাই কমান্ডকে অবহিত করা হয়েছে। কারণ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মত একটি সংগঠনকে ব্যক্তি বিশেষের মতলববাজির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে কেউই পছন্দ করেন না। এদিকে, সিদ্দিকুর রহমান ওরফে কালা সিদ্দিক ও আব্দুস সামাদ আজাদ ওরফে লম্বু সামাদ গত ২৩ জুন রোববার কানেকটিকাট অঙ্গরাজ্য আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নামে আওয়ামীলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে দলের জন্ম ইতিহাসকে চরমভাবে তাচ্ছিল্য করেছেন বলেও অভিযোগ রয়েছে। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন- উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন, শিল্প সম্পাদক ফরিদ আলম, আইন সম্পাদক এডভোকেট শাহ বখতিয়ার, কায়কোবাদ খান, জালালউদ্দিন জলিল, হেলাল মাহমুদ, জগলুল ইসলাম, ইলিয়ার রহমান, মাশুক আহমেদ, মিজানুর রহমান, শফিকুল ইসলাম, যুবলীগের জামাল আহমেদ, সেবুল মিয়া প্রমুখ। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন