১৩ অক্টোবর ২০২৫

শিকাগোর মেয়র ও ইলিনয় গভর্নরকে জেলে পাঠাতে চান ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৫:০২ এএম
শিকাগোর মেয়র ও ইলিনয় গভর্নরকে জেলে পাঠাতে চান ট্রাম্প

বাংলাপ্রেস ডেস্ক:   যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের মেয়র ব্র্যান্ডন জনসন ও ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর জেবি প্রিটজকারকে কারাগারে পাঠানো উচিৎ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

স্থানীয় সময় বুধবার (৮ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। খবর বিবিসির।

ট্রাম্পের অভিযোগ, ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন এই দুই ডেমোক্রেট নেতা। তবে এ ব্যাপারে কোনো প্রমাণ তুলে ধরতে পারেননি তিনি।

অন্যদিকে, শিকাগোতে ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে শহরজুড়ে। মঙ্গলবার (৭ অক্টোবর) শহরটিতে প্রবেশ করেছে কয়েকশ’ সেনা।

অবৈধ অভিবাসীদের দমনের নামে ডেমোক্রেট শাসিত শহরগুলোতে বেশ কিছুদিন ধরেই অভিযান চালাচ্ছে অভিবাসন বিষয়ক সংস্থা আইস। এরই অংশ হিসেবে শিকাগোতে ‘লাগামহীন অপরাধ’ দমনের অজুহাতে ন্যাশনাল গার্ডের সেনা মোতায়েনের সিদ্ধান্ত জানান ট্রাম্প। 

ত ৬ অক্টোবর ট্রাম্পের এ সিদ্ধান্তকে অবৈধ ও বিপজ্জনক আখ্যা দিয়ে যৌথ মামলা করেন ইলিনয় গভর্নর প্রিটজকার ও শিকাগো প্রশাসন। তাদের যৌথ আবেদনের ভিত্তিতে ন্যাশনার গার্ডের সেনা মোতায়েনকে অবৈধ ঘোষণার ব্যাপারে আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে আজ (৯ অক্টোবর)।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন