
শিলংয়ে আবারো পেছালো বিএনপি নেতা সালাহউদ্দিনের মামলার রায়


বাংলাপ্রেস অনলাইন: অনুপ্রবেশের মামলার বিচারের রায় শুনতে এজলাসে রয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) শিলং- এর ডিস্ট্রিক সেশন জজ-এর আদালতে অনুপ্রবেশের মামলার চূড়ান্ত রায় ঘোষণা করবেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ধার্রি জি খারসিং। এর আগে গত ২৫ জুন উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত ১৩ আগস্ট রায়ের তারিখ ঘোষণা করেন। কিন্তু পরে তা পিছিয়ে ২৮ সেপ্টেম্বের দিন ধার্য করা হয়।
২০১৫ সালে ১১ মার্চ রহস্যজনকভাবে ঢাকা থেকে নিখোঁজ হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন আহমদকে উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের একটি খেলার মাঠে পাওয়া যায়। সালাহউদ্দিন আহমেদের আইনজীবী এসপি মোহন্ত বলেন, সালাহউদ্দিন আহমেদ কীভাবে ভারতে এসেছেন তা আদালতে উপস্থাপন করা হয়েছে। তাকে কে বা কারা বাংলাদেশ থেকে তুলে নিয়েছিল, এমন খবর বাংলাদেশের সংবাদপত্রে রয়েছে। তাই তিনি মনে করেন, এ মামলায় সালাহউদ্দিন আহমেদ খালাস পাবেন।
ভারতের প্রশাসন, অবৈধভাবে ভারতের অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় দন্ডধারায় ১৪-এ ধারায় মামলা করে। সেই মামলায় এখন জামিনে মুক্ত আছেন তিনি। তবে বিচার প্রক্রিয়া চলছে প্রায় সাড়ে তিন বছর। সালাউদ্দিন আহমেদের আগে আশা প্রকাশ করে বলেছেন, ভারতের আদালতে তিনি ন্যায় বিচার পাবেন। তিনি আরো বলেন, তিনি সেখানে যাননি। কেউ তাকে চোখ বেঁধে সেখানে ফেলে রেখে যায়। এর বেশি কিছু বলতে চাননি ওই বিএনপি নেতা।
বাংলাপ্রেস/আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন




যুক্তরাষ্ট্র প্রবাসী নাইটক্লাব ব্যবসায়ী বিএনপির মনোনয়নপ্রত্যাশী,সমালোচনার ঝড়

