বাংলাপ্রেস ডেস্ক: ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছালেও দৌড় থামাননি লুকা মদরিচ। উল্টো নতুন চ্যালেঞ্জ নিতে রিয়াল মাদ্রিদ ছেড়ে এসি মিলানে নাম লিখিয়েছেন ক্রোয়েশিয়ার কিংবদন্তি।
সিরি আ-তে গতকাল অভিষেকও হয়েছে মদরিচের। তবে জয়ে এসি মিলানের অভিষেক রাঙাতে পারেননি।গতকাল ২-১ গোলে ক্রেমোনেসের কাছে হেরেছে তার দল। মিলানের অধ্যায়টা জয়ে শুরু করতে না পারলেও একটা রেকর্ড গড়েছেন একবারের ব্যালন ডি’অর জয়ী।সিরি আ-য় অভিষেক হওয়া সবচেয়ে বয়স্ক ফুটবলার এখন মদরিচ। গতকাল মাঠে নামার সময় তার বয়স হয়েছিল ৩৯ বছর ১১ মাস।আগের রেকর্ডটি ছিল এম্পোলির গোলরক্ষক মাওরিসিউ পুগলিয়েসির। ২০১৬ সালে ৩৯ বছর ৫ মাস বয়সে ইতালির শীর্ষ লিগে খেলতে নেমেছিলেন তিনি।
২০১২ সালে টটেনহাম থেকে রিয়ালে যোগ দিয়ে টানা ১৩ মৌসুম খেলেন মদরিচ। লস ব্ল্যাংকোসদের বহু ম্যাচ ও ট্রফির সাক্ষী মিডফিল্ডার এক বছরের জন্য এসি মিলানে যোগ দেন।উভয়পক্ষ চাইলে আরো এক বছর চুক্তি করতে পারবে তারা। গত বছরের ১৪ জুলাই চুক্তি হয় দুই পক্ষের।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]