
সিরিয়া ইস্যুতে পুতিনের সঙ্গে এরদোগানের বৈঠক

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম


বাংলাপ্রেস অনলাইন: সিরিয়ার ইদ্রিল প্রদেশে সরকার বিরোধীদের ওপর হামলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করছেন। খবর এএফপি/বাসস।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মাফলুট চেভুসগুল জানান, সোমবার প্রেসিডেন্ট এরদোগান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করবেন। তুরস্কের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, রাশিয়ার পর্যটন শহর সোচিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





