
সিরিয়ার বিমানঘাঁটিতে আরও সরঞ্জাম নিল যুক্তরাষ্ট্র


বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের একদল সেনা সদস্য সামরিক ও লজিস্টিক সরঞ্জামসহ উত্তর-পূর্ব সিরিয়ার আল-হাসাকা প্রদেশে পৌঁছেছে। মার্কিন সংবাদ সূত্রগুলোর বরাতে বুধবার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, এসব সরঞ্জাম একটি কার্গো বিমানের মাধ্যমে রমেলান শহরের নিকটস্থ খারাব আল-জির বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে স্থানান্তর করা হয়েছে।
এর আগে, গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ২৫টি ট্রাক সামরিক সরঞ্জাম বোঝাই করে ইরাকের কুর্দিস্তান থেকে আল-ওয়ালিদ সীমান্ত পার হয়ে আল-হাসাকার নিকটবর্তী কাসরোক ঘাঁটিতে প্রবেশ করে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন সামরিক কনভয়গুলোর সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ ঘটছে বেশ ঘটা করেই। যা ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
যদিও মার্কিন কর্মকর্তারা সম্প্রতি এক ঘোষণায় বলেছেন, ওয়াশিংটন সিরিয়ায় তাদের সামরিক উপস্থিতি একটি মাত্র ঘাঁটিতে সীমিত করার পরিকল্পনা করছে।
তবে বাস্তব চিত্র ও সংবাদমাধ্যমগুলোর তথ্য বলছে ঠিক তার উলটো কথা
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





