১৪ অক্টোবর ২০২৫

সংস্কার-গণহত্যার বিচারের পর পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : রেজাউল করীম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সংস্কার-গণহত্যার বিচারের পর পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : রেজাউল করীম
বাংলাপ্রেস ডেস্ক:  ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘দেশে প্রয়োজনীয় সংস্কার শেষে গণহত্যার দৃশ্যমান বিচারের পর পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।’ মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘যারা আগে রাষ্ট্র পরিচালনা করেছে। আবার তারা মসনদে বসে নতুনভাবে কী সুন্দর দেশ উপহার দেবে, তা আমাদের বুঝতে বাকি নেই।এই বাংলাদেশ নতুন করে আর কোনো চাঁদাবাজদের হাতে তুলে দেওয়া হবে না।’তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের পর যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, তা নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। ইসলামের শাসনতন্ত্র আন্দোলন কখনোই কোনো জুলুমবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীকে সমর্থন করে না।’গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল আওয়াল, জেলা শাখার সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করিম, জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবু বকরসহ এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন