বাংলাপ্রেস প্রবাস দপ্তর: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ধর্মপ্রাণ প্রবাসী বাংলাদেশিরাদের প্রচেষ্টায় বোস্টন সংলগ্ন মেডফোর্ডে নির্মিত ফিউনারেল হোমসহ মসজিদের শুভ উদ্বোধন আগামী ২৬ জানুয়ারি শনিবার দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে।মেডফোর্ডের মেয়র ষ্টেফানি এম বার্ক এ মসজিদের শুভ উদ্বোধন করবেন।
ইসলামিক কালচারাল সেন্টার অব মেডফোর্ড (আইসিসিএম) এর আয়োজনে দীর্ঘ প্রতিক্ষার পর গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহে ১ দশমিক ৬ মিলিয়ন ডলার মূল্যে ফিউনারেল হোমসহ এ মসজিদের জমি কেনা হয়েছে বলে আইসিসিএম কর্মকর্তারা জানান।

বোস্টন সংলগ্ন মেডফোর্ডে ইসলামিক কালচারাল সেন্টার অব মেডফোর্ড (আইসিসিএম) পরিচালিত উক্ত মসজিদ ও ফিউনারেল হোম স্থানীয় সকল দেশীয় মুসলমানদের প্রতিদিনের নামাজ, জুমার নামাজ, ঈদের জামাত ও ধর্মীয় শিক্ষাসহ মুসলমানদের সকল ধরনের ধর্মীয় চাহিদা মেটাতে সক্ষম হবে বলে অনেকেই আশা করছেন।

আগামী ২৬ জানুয়ারি শনিবার দুপুর সাড়ে ১২টায় মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠানে ম্যাসাচুসেটস প্রবাসী সকল প্রবাসী বাংলাদেশি নারী-পুরুষদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন আইসিসিএম কর্মকর্তারা।
বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]