১৪ অক্টোবর ২০২৫

সৈয়দপুরে এসিল্যান্ড বন্ধ করলেন সরকারি জমির অবৈধ নির্মাণ কাজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সৈয়দপুরে এসিল্যান্ড বন্ধ করলেন সরকারি জমির অবৈধ নির্মাণ কাজ
রমজান আলী টুটুল,( সৈয়দপুর )নীলফামারী প্রতিনিধি :সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড)বন্ধ করলেন সরকারি জমির অবৈধ নির্মাণ কাজ।১১জুন শনিবার বিকেল চার টায় কলিম মোড় এলাকায় সরকারি জমিতে অবৈধ বহুতল ভবনের নিমা'ণ কাজ বন্ধ ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে মামলার নিদে'ষ দেন নিবা'হী ম্যাজিস্ট্রেট। সুত্রে জানা যায় কয়া মৌজার জেএল নং৭,এসএ খতিয়ান নং ৩৪৭৬ এবং দাগ নং ৭৪৮৮ -৫৬ শতক টাটিয়া প্রেসের নামে এসএ প্রচারিত আছে।টাটিয়া প্রেস বিলুপ্ত হওয়ার পরে উল্লেখিত দাগটি আর এস ৩২৭১৫ দাগে রুপান্তরিত হয়ে ১/১ নং খতিয়ানে ০.৩৯৮১ একর এবং আর এস ৩২৭১৪দাগে ৪নং খতিয়ানে ০.১৬২৫ একর সরকারের পক্ষে জেলা প্রশাসক ও পৌর চেয়াম্যানের নামে আরএস রেকর্ড প্রকাশিত হয়। উল্লেখিত জমিতে উর্দু ভাষী হাফেজ হোসেইন ও আব্দুল মজিদ বাংলাদেশের আইনকে বৃদ্ধাৃঞ্জুল দেখিয়ে বীর দর্প নিমা'ন কাজ করছে ও বসবাস করছে। পৌর ভূমি কমকর্তা আমিন হোসেন নিমা'ন কাজ বন্ধ করতে বলেন কিছুদিন আগে।জনৈক কাউন্সিলর এর সহায়তায় তারা নিমা'ন কাজ অব্যাহত রাখেন। ঐ দিন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নিবা'হী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান উপস্থিত হয়ে উল্লেখিত আদেশ প্রদান করেন।পরে তহসিলদার আমিন বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন