১৪ অক্টোবর ২০২৫

সৈয়দপুরে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সৈয়দপুরে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের অভিযোগ
এম আর আলী টুটুল সৈয়দপুর নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের অভিযোগ উঠেছে। সোমবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. ইসমাইল হোসেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, লক্ষণপুর বাড়াইশালপাড়ার আদর্শপল্লীতে ২০ শতাংশ জমি কিনে বসবাস করে আসছেন। দীর্ঘদিন যাবত প্রতিবেশি মো. আব্দুল করিম এ জমির কিছু অংশ জোরপুর্বক দখল করেছেন। শুধু তাই নয় ইতিপূর্বে সিমানা প্রাচীর ভেঙ্গে শুপাড়িগাছ, বাশঁঝাড় কেটে আব্দুল করিম তাঁর বাড়ির সামনের বাকী অংশটুকু দখলের চেষ্টা করেন। এ সময় প্রতিবেশিরা বাধা দিলে তাঁরা পালিয়ে যায়। তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নিজের জীবনকে বাজি রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে অস্ত্র হাতে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীর করেছি। আমি একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতার এ দীর্ঘদিনের পরও ভূমিদস্যু আব্দুল করিম ও তাঁর সহযোগীদের খুন গুমের হুমকি ধামকিতে আমিসহ গোটা পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি আরও অভিযোগ করে বলেন, আব্দুল করিম প্রভাবশালী হওয়ায় এ ইউনিয়ন চেয়ারম্যান মো. শাহাজাদা সরকার পক্ষপাতমূলক আচরণ করছেন। তিনি আমাকে একটি নোটিশ দিয়েছেন তাতে আমাকে বীর মু্িক্তযোদ্ধা সম্বোধন করেননি। এছাড়া আমাকে পর পর দুইটি নোটিশ দেওয়ার কথা উল্লেখ করেছেন। কিন্তু আমি কোন সাড়া দেয়নি। এ টা সম্পূর্ণরুপে আদালত অবমাননা হয়েছে বলে মিথ্যাচার করেছেন। অথচ আমি কোন নোটিশেই পায়নি। এ জমি উদ্ধার ও দখলমুক্ত করার জন্য প্রশাসনের সহায়তা চান বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. ইসমাইল হোসেন। অভিযোগ প্রসঙ্গে মো. আব্দুল করিম বলেন, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. ইসমাইল হোসেনের সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমি আমার জায়গাতেই বাড়ি নির্মাণ করে বসবাস করছি। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন