১৪ অক্টোবর ২০২৫

সৈয়দপুরে ট্রেনের টিকেট কালোবাজারী রেল কারখানায় অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সৈয়দপুরে ট্রেনের টিকেট কালোবাজারী রেল কারখানায় অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন
এম আর আলী টুটুল সৈয়দপুর নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে ট্রেনের টিকেট কালোবাজারী,রেল কারখানার অনিয়ম দুর্নীতি, রেলের মুল্যবান ভূ- সম্পত্তি গ্রাসকারী ও ভূ- রেল কর্মকর্তা নিয়োগ বানিজ্যকারীদের বিরুদ্ধে সচেতন নাগরিক সমাজ মানববন্ধন পালন করেছে। ২৭ জুলাই সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আলম মাস্টার, আওয়ামী যুবলীগের অন্যতম নেতা কাজী রাসেদ, কৃষকলীগের উপজেলা শাখার সহসভাপতি জয়নাল আবেদীন,সাংবাদিক মোতালেব হোসেন হক ও জিকরুল হক। কাজী রাসেদ বলেন আমার বাবা মরহুম কাজী ওমর আলি ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি সৈয়দপুরে আওয়ামী লীগকে সুসংগঠিত করেন। আমরা বংশীয়ভাবে বঙ্গবন্ধুর আদর্শে গড়া একটি খাদ বিহীন আওয়ামী লীগ পরিবার। ট্রেনের টিকেট কালোবাজারে বেশী দামে বিক্রী হচ্ছে। অথচ সাধারণ মানুষসহ আমরা টিকেট পাই না। এ সিন্ডিকেট খুবই শক্তিশালী। আর এদের সাথে স্টেশন ও বুকিং মাস্টার জড়িত। কারখানার বিভাগীয় তত্বাবধায়ক ডিএস অনিয়ম দুর্নীতির সাথে জড়িত। একটি মহলের ইশারায় তিনি চলেন। মোতালেব হোসেন বলেন আমি রেলের অনিয়ম দুর্নীতি পত্রিকায় তুলে ধরার কারণে আমাকে রাতের অন্ধকারে মারা হয়। আর দুর্নীতিবাজরা হাসাহাসি করে। কিন্তু আমি তাদের কাছে মাথানত করি নাই। তাদের দুর্নীতি আমি জনসম্মুখে প্রকাশ করবোই। আজ সৈয়দপুর শহরে হাজার হাজার কোটি টাকার রেলের সম্পত্তি দখল করে তা বিক্রী করা হয়েছে। অনেকে আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত হয়েছে। আর এক শ্রেণীর অসাধু রেল কর্মকর্তা এদের সাথে জড়িয়ে পড়েছে। বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন