
সৌদি আরবে বাঙ্গালী যুবকের মৃত্যু


বাংলাপ্রেস ডেস্ক,ঢাকা: সৌদি আরবের রাজধানী রিয়াদে হৃদরোগে আক্রান্ত হয়ে কামরুল হাসান (৩৫) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। গত শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রিয়াদের সেমুসী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক কামরুলকে মৃত ঘোষণা করেন।
চট্রগ্রামের মিরসরাই উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাদেক আলী ভূঁইয়া বাড়ির আনোয়ার হোসেন দুদুর বড় ছেলে কামরুল হাসান। ব্যক্তিগত জীবনে তার স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে। এক বছর আগে ছুটি কাটিয়ে রিয়াদে ফিরেন তিনি। আজ শনিবার হঠাৎ বুকে ব্যাথা উঠলে স্থানীয় প্রবাসীরা তাকে রিয়াদের সেমুসী হাসপাতালে নিয়ে গেলে তাৎক্ষণিক ভাবে কামরুলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কামরুল প্রায় দশ বছর ধরে সৌদি আরবের রিয়াদের একটি কোম্পানিতে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন। কামরুলের মৃত্যুর খবর শোনার পর রিয়াদের বাংলাদেশ কমিউনিটি ও তার দেশের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন




যুক্তরাষ্ট্র প্রবাসী নাইটক্লাব ব্যবসায়ী বিএনপির মনোনয়নপ্রত্যাশী,সমালোচনার ঝড়

