১৩ অক্টোবর ২০২৫

স্পেনে চিকিৎসার পর বিশ্বকাপে ফিরবে সালাহ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
স্পেনে চিকিৎসার পর বিশ্বকাপে ফিরবে সালাহ
বাংলাপ্রেস অনলাইন: কাঁধের মারাত্মক চোটের পরেও হাল ছেড়ে দেননি মোহাম্মদ সালাহ। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে সের্হিও রামোসের ভয়ানক চ্যালেঞ্জে আঘাত পেয়ে চোখের জলে মাঠ ছেড়েছিলেন। চোটের পরেও এই ফরোয়ার্ড রাশিয়া বিশ্বকাপে ফিরতে আত্মবিশ্বাসী। এমন মনোভাবের পর উন্নত চিকিৎসায় স্পেন উড়ে গেছেন লিভারপুলের এই ফরোয়ার্ড। মিশরের ফুটবল ফেডারেশন জানিয়েছে, বাঁ কাঁধের ইনজুরির পুনর্বাসন রবিবার থেকে শুরু করে দিয়েছেন লিভারপুল তারকা। তবে উন্নত চিকিৎসার জন্যে স্পেনেই যাবতীয় সেবা গ্রহণ করবেন। এ প্রসঙ্গে ফেডারেশন বিবৃতিতে জানিয়েছে, ‘মোহাম্মদ সালাহ রবিবার পরিচর্যা শুরু করে দিয়েছে। সব কিছুই সম্ভব হয়েছে যখন সে টেকনিক্যাল ও প্রশাসক কমিটির স্টাফদের সঙ্গে ফোনে কথা বলেছে। সে জানিয়েছে দ্রুত ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।’ যদিও লিভারপুল কোচ ফাইনালে এমন চোটের পর সালাহর বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। আর সেই সংশয় নিজেই টুইট করে দূর করেছেন সালাহ। টুইটে লিখেছেন, ‘কালকের রাতটা আমার জন্যে কষ্টদায়ক ছিল। তবে আমি একজন যোদ্ধা। যত বাধাই থাকুক, আমি আত্মবিশ্বাসী রাশিয়া বিশ্বকাপে ফিরতে পারবো। সেখানে সবাইকে গর্বিত করতে পারবো। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে শক্তি যোগাবে, যা আমার প্রয়োজন।’
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন