
স্পেনে মাতৃভাষা দিবস উপলক্ষে কেরাম প্রতিযোগিতা



জাকির হোসেন সুমন, ভেনিস (ইতালি) থেকে : বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেন কর্তৃক শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা উপলক্ষে কেরাম প্রতিযোগিতার উদ্ভোধন করা হয়েছে।
গতকাল এসোসিশনের হল রুমে স্পেন বাংলাদেশ এসোসিয়েশান ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেকএর সভাপতিত্বে ,ও যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তাহের এর সঞ্চালনায় ,বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর ,বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা ফ্রুটস এর কো- চেয়ারম্যান ও ঢাকা জেলা সমিতির সভাপতি শাহ আলম ,বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ সোহেল ভূঁইয়া ,ঢাকা জেলা সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ ,নর্সিংদি ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক আবদুল গফুর মিলন , আল মাহমুদ , স্পেনের সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মাসুক , ,বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের কোষাধক্ষ্য আবুল হাশেম, কমিউনিটি নেতা ও ব্যবসায়ী মোঃ স্বপন হুসেন ,,ঢাকা জেলা সমিতির সিনিয়র সহসভাপতি রুবেল সামাদ ,বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন এর অফিস ও প্রচার সম্পাদক আবু বক্কর সহ অফিস ও প্রচার সম্পাদক আমির হোসেন ,,সহ-ক্রীড়া সম্পাদক জাহিদ হুসেন ,গ্রেটার ঢাকা এসোসিয়েশনের সহ সাংগঠনিক সম্পাদক ,আলমগীর হুসেন ,আবুল হুসেন প্রমুখ।
সভাপতির বক্তব্যে কাজী এনায়েতুল করিম তারেক বলেন ,খেলাধুলা ও সুস্থধারার নির্মল বিনোদন প্রবাসীদের মন প্রাণ সতেজ থাকে |গড়ে তুলে ঐক্য ও ভ্রাতৃত্ব এবং আন্তরিকতা। ঢাকা ফ্রুটসের চেয়ারম্যান শাহ আলম আনুষ্ঠানিকভাবে দুইটি ক্যারামবোর্ড কর্মকর্তাদের হাতে তুলে দেন |এবং তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন ,খেলাধুলার যেকোনো প্রয়োজনে ঢাকা জেলা সমিতি সর্বাগ্রে এগিয়ে আসবে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন




যুক্তরাষ্ট্র প্রবাসী নাইটক্লাব ব্যবসায়ী বিএনপির মনোনয়নপ্রত্যাশী,সমালোচনার ঝড়

