১৩ অক্টোবর ২০২৫

শুধু ছক্কা মেরে জেতা সম্ভব নয়, খেলতে হবে স্মার্ট ক্রিকেট : লিটন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
শুধু ছক্কা মেরে জেতা সম্ভব নয়, খেলতে হবে স্মার্ট ক্রিকেট : লিটন
বাংলাপ্রেস ডেস্ক:   এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ শেখ আবু জায়েদ স্টেডিয়ামে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। কাগজে-কলমে ফেভারিট হলেও প্রতিপক্ষকে হালকা ভাবে নিচ্ছেন না অধিনায়ক লিটন দাস। ২০১৪ সালে চট্টগ্রামে হংকংয়ের বিপক্ষে লজ্জার হার এখনো দগদগে স্মৃতি। তাই প্রতিপক্ষ দুর্বল হলেও সতর্ক থাকার বার্তা দিলেন লিটন।বুধবার প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ক্রিকেট অনিশ্চিত খেলা। যেকোনো দল যেকোনো দিন জিততে পারে। আমাদের প্রথম লক্ষ্য হলো ম্যাচ জেতা।’ সংযুক্ত আরব আমিরাতের গরম পরিস্থিতিকে অজুহাত হিসেবে না নেওয়ার কথাও জানালেন লিটন।বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘মাঠে নামতে কোনো সমস্যা হয়নি। আমাদের অধিকাংশ খেলোয়াড়ই এখানে আগে খেলেছে। গরম সবার জন্য সমান। তাই শতভাগ দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।ম্যাচের শক্তি বাঁচাতে অনুশীলনও যতটা সম্ভব কম করা হবে।’ সাম্প্রতিক ম্যাচগুলোতে টপ অর্ডারের সাফল্যের কারণে মিডল অর্ডারের খুব বেশি পরীক্ষা হয়নি। তবে লিটন আত্মবিশ্বাসী, দায়িত্ব এলে তারা সঠিকভাবে সামলাবে। বলেছেন, ‘আমি বিশ্বাস করি, যখনই দায়িত্ব আসবে, মিডল অর্ডার তা সামলাবে। তারা আগেও করেছে, আবারও করবে। আফগানিস্তান হংকংকে ৯৪ রানে হারিয়েছে। ফলে রান রেটের প্রসঙ্গ উঠলেও লিটন জানালেন, প্রথম লক্ষ্য জেতা। ‘অবশ্যই বিষয়টি (রান রেট) মাথায় থাকবে, কিন্তু অযথা ঝুঁকি নেওয়া যাবে না। রান রেট বাড়াতে গিয়ে ম্যাচ হারলে লাভ নেই। প্রথম লক্ষ্য জেতা, এরপর পরিস্থিতি বুঝে লক্ষ্য বদলানো যেতে পারে।’ টি-টোয়েন্টিতে ছক্কা মারার ক্ষমতা বাড়তি শক্তি, কিন্তু সেটাই সব নয় বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘ছক্কা মারতে পারা অবশ্যই বাড়তি সুবিধা। কিন্তু প্রতিটি ম্যাচ শুধু ছক্কা মেরে জেতা সম্ভব নয়। মাঠের আকার, প্রতিপক্ষ—সবকিছু বিচার করে স্মার্ট ক্রিকেট খেলতে হবে।’ [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন