
‘শুধু পাহাড়ে নয় বাংলাদেশের কোথাও হওয়া উচিত নয়’

বাংলা প্রেস
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১২:২৮ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: রাঙামাটির ছেলে জাতীয় ফুটবল দলের গোলকিপার মিতুল মারমা খাগড়াছড়িতে অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন। এ সম্পর্কে তিনি বলেন, ‘শুধু পাহাড়ে নয়, বাংলাদেশের কোনো জায়গায়ই এমনটা হওয়া উচিত নয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি। আমরা সবাই বাংলাদেশি। এখানে আমি (জাতীয় ফুটবল দলে) বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য এসেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে দেশের জন্য ভালো, সবার জন্য ভালো।’
হংকং ম্যাচ নিয়ে এই গোলকিপারের কথা, ‘আমরা প্রস্তুত হংকং ম্যাচের জন্য। নেপালের বিপক্ষে খেলতে পারিনি। আমি চাইব হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে ভালো খেলতে। সুযোগ পেলে নিজের সর্বোচ্চটা দেব।’
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন



-68eb25d6635b2.jpg)
-68eb58c4c0835.jpg)
