১৩ অক্টোবর ২০২৫

সুপার ফোরে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত, অসুবিধা বাংলাদেশের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সুপার ফোরে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত, অসুবিধা বাংলাদেশের
বাংলাপ্রেস ডেস্ক:  এশিয়া কাপের গ্রুপপর্ব শেষ হচ্ছে আজ। আনুষ্ঠানিকতার রক্ষার ম্যাচে আজ মুখোমুখি হবে ভারত ও ওমান। গ্রুপের শীর্ষ দল হিসেবে এরই মধ্যে সুপার ফোর নিশ্চিত হয়ে গেছে ভারতের। অন্যদিকে টানা দুই হারে গ্রুপপর্ব থেকেই বিদায় নিচ্ছে ওমান।
আগামীকাল শনিবার বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে সুপার ফোরের লড়াই। এই পর্বে বাংলাদেশের পরের দুই ম্যাচ ভারত ও পাকিস্তানের বিপক্ষে, যথাক্রমে ২৪ ও ২৫ সেপ্টেম্বর।
অন্যদিকে সুপার ফোরে নিজেদের প্রত্যেক ম্যাচের আগেই বিরতি পাচ্ছেন সূর্যকুমার যাদবরা। সুপার ফোরে ২১ সেপ্টেম্বর প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। ২৪ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে দুই দিনের বিরতি পাচ্ছে তারা। ২৬ সেপ্টেম্বর তৃতীয় ও শেষ ম্যাচ খেলার আগেও রয়েছে এক দিনের বিরতি। শ্রীলঙ্কা দ্বিতীয় ও শেষ ম্যাচের আগে পাচ্ছে দুই দিনের বিরতি। কিন্তু দ্বিতীয় ম্যাচটি তাদের খেলতে হবে আবুধাবিতে গিয়ে। সেখানে প্রতিপক্ষ হিসেবে থাকছে পাকিস্তান। ভারত তাই খেলার আগে বাকি দলগুলোর তুলনায় পাচ্ছে পর্যাপ্ত বিশ্রাম। একই সঙ্গে ভ্রমণঝক্কিও পোহাতে হচ্ছে না। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন