
টাকা ছড়িয়ে ভোটে প্রভাব ফেলার অভিযোগে এক ব্যবসায়ী আটক


বাংলাপ্রেস ডেস্ক: কোটি কোটি টাকা ছড়িয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রভাবিত করার অভিযোগে রাজধানীর মতিঝিল থেকে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিল সিটি সেন্টারের ২৭ তলায় ওই কোম্পানির অফিস থেকে আলী হায়দারকে আটক করে র্যাব।
র্যাব সদরদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান এতথ্য নিশ্চিত করছেন।
তিনি জানান, আলী হায়দার নামের ওই ব্যক্তি আমদানি-রপ্তানি ও ঠিকাদারি কোম্পানি ইউনাইটেড করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক। আলী হায়দারের কাছে প্রায় আট কোটি টাকা এবং দশ কোটি টাকার চেক পাওয়া গেছে।
আলী হায়দার কোন দল বা কোন প্রার্থীর পক্ষে কাজ করছিলেন জানতে চাইলে এই র্যাব কর্মকর্তা শুধু বলেন, “তিনি মহাজোটের নন। তার রাজনৈতিক পরিচয়সহ বিস্তারিত তথ্য আমরা পরে জানাবো।
ভোটারদের কাছে টাকা ছড়ানোর অভিযোগে এর আগে সোমবার সকালে ঢাকার রাজারবাগ এলাকা থেকে শহীদুল ইসলাম ও মুহিত নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। চার লাখ টাকাসহ তাদের গ্রেপ্তারের কথা জানিয়ে সে সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়, গ্রেপ্তার দুজন ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের কর্মী।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন



মিরপুর অগ্নিকাণ্ডে নিহতদের পাশে জামায়াত আমির, ১ লাখ টাকা অনুদানের ঘোষণা


কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাঁদের কণ্ঠ রেকর্ড আছে: জামায়াত নেতা
