
তামিম ছাড়াও বিসিবি নির্বাচন থেকে সরে গেলেন যে ‘হেভিওয়েট’ প্রার্থীরা


বাংলাপ্রেস ডেস্ক: বিসিবি নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আলোচনায় তামিম ইকবাল। তিনি বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি ছাড়াও আরও অনেকে সরে দাঁড়িয়েছেন এই নির্বাচন থেকে।
বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৬ অক্টোবর। তার আগে আজ বুধবার ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়। এই সময় এই ‘হেভিওয়েট’ প্রার্থীদের সরে যাওয়া দেশের ক্রিকেটে আলোচনার জন্ম দিয়েছে।
এই প্রার্থীতা প্রত্যাহারের বিষয়ে তামিম বলেন, ‘আমি সহ আমরা ১৪-১৫ জনের মতো আমরা মনোনয়ন প্রত্যাহার করেছি। আপনারা যখন ইসি চূড়ান্ত তালিকা দেবে, তখন সে তালিকা দেখলেই বুঝবেন যারা সরে গেছেন তাদের সবাই হেভিওয়েট।’
‘এটা আমাদের মতো করে আমাদের প্রতিবাদ যে এই নোংরামির অংশ হয়ে আমরা থাকতে পারব না। বাংলাদেশের ক্রিকেট এটা ডিজার্ভ করে না। দেশের ক্রিকেট ভক্তরাও এটা ডিজার্ভ করেন না।’
মনোনয়ন পত্র প্রত্যাহার করলেন যারা
ক্যাটাগরি ২ - তামিম ইকবাল, সাইদ ইবরাহিম, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, বোরহানুল পাপ্পু, মাসুদুজ্জামান, আসিফ রব্বানি, মির্জা ইয়াসির আব্বাস, সাব্বির আহমেদ রুবেল।
ক্যাটাগরি ১ - মীর হেলাল।
ক্যাটাগরি ৩ - সিরাজ উদ্দিন আলমগীর।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন



-68eb25d6635b2.jpg)
-68eb58c4c0835.jpg)
