
তারাগঞ্জে হাসপাতালের কর্মচারীসহ ৩ জন করোনা আক্রান্ত

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

আব্দুল্লাহিল শাহীন, রংপুর থেকে: রংপুরের তারাগঞ্জ উপজেলায় প্রথম একদিনে তিনজন করোনা সনাক্ত হয়েছেন। তিনজনের মধ্যে দুইজন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফা জামান জানান, সোমবার যাদের করোনা সনাক্ত হয়েছেন, তারা হচ্ছেন- তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের(হাসপাতালের) টিকা কেন্দ্রের এম. টি (ই.পি.আই) ইয়াসিন আলী ও টেকনোলজিস্ট (ল্যাব) জাহাঙ্গীর আলম। এছাড়াও উপজেলার হাড়িয়ারকুটি ইউনিয়নের কিসামত মেনানগর গ্রামের আজিজুল ইসলাম নামের এক ব্যক্তির করোনা সনাক্ত হয়েছেন।
গতকাল সোমবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা সনাক্ত হয়। তার মধ্যে তারাগঞ্জ উপজেলায় তিনজন। তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম তিনজনের করোনা সনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





