
তারাগঞ্জে করোনা আক্রান্ত আজিজুল ঢাকায় পালিয়েছে


আব্দুল্লাহিল শাহীন, রংপুর থেকে: রংপুরের তারাগঞ্জ উপজেলায় তিনজন করোনা সনাক্ত হয়েছেন। তাদের মধ্যে আজিজুল ইসলাম নামের একজন করোনা সনাক্তের খবর জেনে বাড়ি ছেড়ে পালিয়েছেন। একজন হাসপাতাল চত্বরে কোয়ারেন্টাইনে অপরজন নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন।
তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফা জামান বাংলাপ্রেসকে জানান, সোমবার যাদের করোনা সনাক্ত হয়েছেন,তারা হচ্ছেন- তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের(হাসপাতালের) টিকা কেন্দ্রের এম. টি (ই.পি.আই) ইয়াসিন আলী ও টেকনোলজিস্ট (ল্যাব) জাহাঙ্গীর আলম। এছাড়াও উপজেলার হাড়িয়ারকুটি ইউনিয়নের কিসামত মেনানগর গ্রামের আজিজুল ইসলাম নামের এক ব্যক্তির করোনা সনাক্ত হয়েছেন। সোমবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা সনাক্ত হয়। তার মধ্যে উপরোক্ত তিনজন তারাগঞ্জ উপজেলার।
তারাগঞ্জ হাসপাতাল সূত্রে জানা গেছে,এদের মধ্যে টেকনোলজিস্ট(ল্যাব) জাহাঙ্গীর আলম তারাগঞ্জ হাসপাতাল চত্বরের একটি বাসায় ও ই.পি.আই ইয়াসিন আলী তার নিজ বাড়ি মাগুড়া গ্রামে কোয়ারেন্টাইনে আছেন। এবং আজিজুল ইসলাম করোনা সনাক্তের খবর শুনে ঢাকায় তার কর্মস্থলে পালিয়েছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তফা জামান চৌধুরী জানান,করোনা সনাক্ত রিপোর্ট বের হওয়ার আগে সে তার কর্মস্থল ঢাকায় গেছেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে মঙ্গলবার সন্ধ্যায় তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম জানান,রিপোর্ট পাওয়ার আগে আজিজুল গার্মেন্টেস খোলার খবরে সে ঢাকার সাভারে চলে গেছে। সাভারের ইউএনওর সাথে কথা বলে সেখানে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





