বাংলাপ্রেস ডেস্ক: অবশেষে বিতর্কের অবসান হচ্ছে। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে সবুজ সংকেত পেয়েছে ভারত। তাতে পেহেলগামের সন্ত্রাসী হামলার পর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ম্যাচটি নিয়ে যে শঙ্কা দেখা দিয়েছিল তার অবসান হচ্ছে।
শুধু এশিয়া কাপের ক্রিকেট ম্যাচটি নিয়ে নয়, পাকিস্তানের বিপক্ষে যে কোনো খেলার বিষয়ে স্পষ্ট বার্তা জানিয়ে দিয়েছে ভারত সরকার।চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে কোথায় খেলতে পারবে আর কোথায় পারবে না। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ‘ভারতের আন্তর্জাতিক ক্রীড়া আসরসংক্রান্ত নীতিতে’ বিষয়টি স্পষ্ট করেছে দেশটির সরকার।
পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় কোনো সিরিজই খেলবে না ভারত। বিবৃতিতে বলা হয়েছে, ‘দ্বিপক্ষীয় ক্রীড়া প্রতিযোগিতায় ভারত দল পাকিস্তানে অংশ নেবে না।একইভাবে ভারতে খেলার অনুমতি দেওয়া হবে না পাকিস্তানের দলকেও।’
বহুজাতিক টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ভারতের খেলতে কোনো সমস্যা নেই বলে জানানো হয়েছে। এমনকি ভারতে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট হলেও পাকিস্তান অংশ নিতে পারবে। বিবৃতি বলা হয়েছে, ‘আন্তর্জাতিক ও বহুজাতিক টুর্নামেন্ট ভারতে হোক বা বিদেশে তা সংস্থাগুলোর নিয়ম অনুযায়ী এবং আমাদের ক্রীড়াবিদদের স্বার্থের জন্য খেলা হবে।
একইভাবে, ভারতে আয়োজিত বহুজাতিক টুর্নামেন্টে পাকিস্তানি খেলোয়াড় ও দলগুলো অংশ নিতে পারবে।’আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। আর ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১৪ সেপ্টেম্বর।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]