
হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রসাশনের আয়োজনে (১৩ ডিসেম্বর) উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী আফিসার সোহাগ চন্দ্র সাহা সভাপতিত্বে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী ও রাজিয়া সুলতানা, স্বাস্থ ও প.প কর্মকর্তা ডাঃ আবুল কাশেম।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল, তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু ছায়েম মিয়াও তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম, বিজিবি কোম্পানী কমান্ডার, তেঁতুলিয়া সদর নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী। মাদক, চোরাচালান, বাল্য বিবাহ, নারী নির্যাতন, সীমান্তরক্ষী বিজিবি বাহিনীকে সীমান্ত রক্ষায় আরো কঠোর ভুমিকা পালন, সামাজিক অবক্ষয় রোধ বিষয়ের উপর গুরুত্বারোপ করে আলোচনা সহ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, তিনি উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]