১৪ অক্টোবর ২০২৫

তেঁতুলিয়ায় ডেনমার্কের রাষ্ট্রদূতের টিউলিপ বাগান পরিদর্শন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
তেঁতুলিয়ায় ডেনমার্কের  রাষ্ট্রদূতের টিউলিপ বাগান পরিদর্শন
হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টিউলিপের এক খন্ড নেদারল্যান্ড দেখলেন ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসান। এ সময় সাথে ছিলেন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডাচ নাগরিক ড. আর্নো হ্যামেলিয়ার্স। সোমবার (১৩ ফেব্রæয়ারি) বিকেলে জেলার তেঁতুলিয়ার দর্জিপাড়ায় টিউলিপ বাগান পরিদর্শন করেন তারা। টিউলিপ বাগান প্রবেশ করে বাংলাদেশের এক সীমান্তের অঞ্চলে এরকম নেদারল্যান্ডের নান্দনিক টিউলিপ ফুলের চাষ হতে পারে তা দেখে তারা অভিভূত হন। তাদেরকে টিউলিপ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করেন ফুল চাষী কৃষাণী নারীরা। তারা টিউলিপ চাষের সাথে সম্পৃক্ত প্রান্তিক বিশজন নারী কৃষাণীর সাথে কথা বলেন। টিউলিপ চাষ, ল্যান্ড ও আগামী পরিকল্পনা নিয়ে কথা বলেন। উইনি এস্ট্রাপ পিটারসান বলেন, বাংলাদেশের মতো জায়গায় এখানে টিউলিপের চাষ হচ্ছে, ততা দেখে আমি খুবই আনন্দিত। বিশেষত এ ফুলগুলো শীত প্রধান দেশগুলোতে হয়ে থাকে। সেখানে বাংলাদেশের মতো এক সীমান্ত এলাকায় যারা এ ফুল চাষ করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তারা যেন একতাবদ্ধ থাকে, যাতে তারা এ কাজ আরও ছড়িয়ে দিতে পারে। ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন। বিশেষ করে পিকেএসএফ ও ইএসডিওকে এ ফুল চাষের উদ্যোগ গ্রহণে বিশেষ ধন্যবাদ জানাই। আরো পড়ুন : নেদারল্যান্ডের টিউলিপ ফুল এখন তেঁতুলিয়ায় ড. আর্নো হ্যামেলিয়ার্স বলেন, বাংলাদেশের মতো এরকম সীমান্তের তেঁতুলিয়ায় টিউলিপের বাগানে এসে খুব অভিভূত হয়েছি। এখানে এসে খুব ভালো লেগেছে। এ সময় টিউলিপ চাষের সাথে সম্পৃক্ত নারী চাষিদের সাথে কথা বলেন ও তাদেরকে একত্রে থেকে কাজ করতে বলেন। টিউলিপের পাশাপাশি সারা বছর যাতে অন্যান্য আবাদ বিষয়ে জানতে চান। এ ফুল বিশেষ উৎসবের দিনগুলাতে এ টিউলিপ হতে পারে ভিন্ন আনন্দ। ইএসডিও’র নির্বাহী পরিচালক ড.শহীদ উজজ্জামান বলেন, ভৌগলিক অবস্থানগত দিক থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়া পর্যটনে সম্ভাবনাময় জায়গা। আমরা এখানে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্টের (ইফাদ) সহযোগিতায় সীমান্ত গ্রাম দর্জিপাড়ায় নেদারল্যান্ডের টিউলিপ ফুল চাষের পাইলট প্রকল্প গ্রহণ করেছি। বাণিজ্যিকভাবে ২০ জন নারী কৃষাণীর হাতে ১০ প্রজাতির বাহারি রঙের ফুল নেদারল্যান্ডস টিউলিপ ফুটিয়েছি। এসব রঙের ফুলের সৌন্দর্য দৃষ্টি জুড়াচ্ছে দর্শনার্থীদের। দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা এসে বাহারি রঙের টিউলিপ ফুল দেখে মুগ্ধ হচ্ছেন। । এ সময় উপস্থিত ছিলেন ইফাদের মেরিয়েল জিমার মেন, কনসালটেন্ট ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভলপমেন্ট (ইফাদ) এর মো: দেওয়ান আলমগীর, সিনিয়র মহাব্যবস্থাপক (কার্যক্রম) পিকেএসএফ ড. আকন্দ মো: রফিকুল ইসলাম, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, পিকেএসএফ এর ভ্যালুচেইন ষ্পেশালিস্ট মো: রাফিজুল ইসলাম মন্ডল, তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী প্রমুখ। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন