১৪ অক্টোবর ২০২৫

ঠাকুরগাঁও-১ আসনে আ.লীগের মনোনয়ন কিনলেন সাহেদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঠাকুরগাঁও-১ আসনে আ.লীগের মনোনয়ন কিনলেন সাহেদ

বাংলাপ্রেস অনলাইন : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন প্রয়াত এমপি খাদেমুল ইসলামের বড় ছেলে সাবেক ছাত্র নেতা সাহেদুল ইসলাম সাহেদ। শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের নির্বাচনী অফিস থেকে তার মনোনয়ন ফরম কেনা হয়। সাহেদুল ইসলামের পক্ষে মনোনয়ন ফরম কিনেন তার ছোট ভাই ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মহিদুল ইসলাম। এদিকে সাহেদুল ইসলাম সাহেদের মনোনয়ন ক্রয়কে কেন্দ্র করে উচ্ছ্বসিত স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা

স্থানীয় কয়েকজন প্রবীণ রাজনৈতিক জানান, ঠাকুরগাঁওয়ের উন্নয়নের রূপকার ও জন মানুষের বন্ধু প্রয়াত এমপি খাদেমুল ইসলাম যেভাবে আওয়ামী লীগকে সু-সংগঠিত করেছিলেন তা এখনো মানুষ মনে রেখেছে। তার বড় ছেলে সাহেদুল ইসলাম একজন শিক্ষিত ও সাবেক ছাত্রলীগ নেতা। আমরা আশাবাদী দলের সভানেত্রী তাকে নৌকা মার্কায় মনোনয়ন দিলেো তিনি তার বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করতে পারবেন।

উল্লেখ্য, নব্বইয়ের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের প্রয়াত নেতা খাদেমুল ইসলাম ১৯৯১ ও ১৯৯৬ সালে এমপি হন। শেষ দফার ভোটে বিজয়ী হওয়ার কিছু দিন পর খাদেমুল ইসলামের মৃত্যু হলে উপ-নির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহেদুল ইসলাম সাহেদকে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসের ডেপুটি কনসাল জেনারেল হিসেবে নিযুক্ত করেন।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন