১৪ অক্টোবর ২০২৫

ঠাকুরগাঁওয়ে যুবদল-ছাত্রলীগ কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঠাকুরগাঁওয়ে যুবদল-ছাত্রলীগ কর্মসূচি ঘিরে  ১৪৪ ধারা জারি
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়ি ইউনিয়নে দানারহাট ঈদগাঁ মাঠে যুবদল ও ছাত্রলীগ কর্মসূচি ঘোষণা করায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৩০ মে) ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান এ আদেশ দেন। রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা বহাল থাকবে। উপজেলা প্রশাসন জানায়, দানার হাট ঈদগাঁ মাঠে জাতীয়তাবাদী যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন হওয়ার কথা আজ সোমবার। কিন্তু একই স্থানে এবং একই সময়ে বেগুনবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তাই সোমবার সকাল থেকে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান জানান, ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। প্রশাসনিক ব্যবস্থা না নিলে পরিস্থিতি হয়তো আরও অবনতি হতে পারত। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন