
টিউলিপ সিদ্দিকের দাবির প্রেক্ষিতে যুক্তরাজ্যে প্রক্সি ভোটিং চালু



বাংলাপ্রেস প্রবাস দপ্তর : যুক্তরাজ্যে প্রক্সি ভোটিংয়ের বিধান পরিবর্তনে, হাউজ অব কমন্সের নথিতে ঢুকে গেছে, ৭ দিন বয়সী রাফায়েল মুজিবের নাম। তার মা, বঙ্গবন্ধুর নাতনী ও লেবার এমপি টিউলিপ সিদ্দিকের দাবির মুখে, চলতি সপ্তাহে প্রক্সি ভোটিং চালুর সিদ্ধান্ত আসে। এতে হাউজ অব কমন্সে উপস্থিত না হয়েও; প্রতিনিধির মাধ্যমে ভোট দিতে পারবেন, গর্ভবতী এমপিরা। রাফায়েল মুজিব সেন্ট জন পার্সি। ৭ দিন বয়সী এ শিশু, এরই মধ্যে নাম লিখিয়েছে ব্রিটিশ সংসদীয় ইতিহাসে। তার মা টিউলিপ সিদ্দিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী ও হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ণ আসনের লেবার এমপি। রাফায়েল মুজিবকে পেটে নিয়েই গত ১৫ জানুয়ারি ব্রেক্সিট ভোটে অংশ নিতে হুইলচেয়ারে পার্লামেন্টে যান তিনি। পিছিয়ে দেন সন্তান জন্মদানে অস্ত্রপচারের তারিখও। যা নিয়ে আলোচনা চলে বিশ্বজুড়ে।
খুবই হতাশ ছিলাম। সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই ভোটের সিদ্ধান্ত নেই। আজ নিজের কাজের জন্য নিজেই গর্বিত। যুক্তরাজ্যে এতদিন এমপিদের প্রক্সি ভোটের ব্যবস্থা ছিল না। টিউলিপের দাবির মুখে, বিধি পরিবর্তনে হাউস অব কমন্সে বিতর্ক হয়, চলতি সপ্তাহে। সিদ্ধান্ত আসে সদ্য বাবা-মা হওয়া এমপিরা দিতে পারবেন, প্রক্সি ভোট। এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত। আগে যেটা কল্পনাও করা যায়নি, ২০১৯ সালে এসে তা সম্ভব হয়েছে। পার্লামেন্ট আমার কারণে, যে সিদ্ধান্ত নিয়েছে; সেজন্য আমি আনন্দিত, আজ আমার সন্তানও এর অংশ।
২০১৫ সালে নির্বাচনে জয়ী হওয়ার পরই, প্রক্সি ভোটের বিষয়টি তুলেছিলেন টিউলিপ। এই দাবি বাস্তব হওয়ায়; তাকে সাধুবাদ জানিয়েছেন, লন্ডনের মেয়র সাদেক খানসহ অনেক সহকর্মী। সূত্র : চ্যানেল ২৪
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন




যুক্তরাষ্ট্র প্রবাসী নাইটক্লাব ব্যবসায়ী বিএনপির মনোনয়নপ্রত্যাশী,সমালোচনার ঝড়

