১৪ অক্টোবর ২০২৫

টরেন্টোতে বাংলাদেশি একই পরিবারের ৪ জন খুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
টরেন্টোতে বাংলাদেশি একই পরিবারের ৪ জন খুন
টরেন্টো প্রতিনিধি: কানাডার টরেন্টোতে মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন বাংলাদেশি বাবা-মাসহ পরিবারের চার সদস্য। গত রোববার রাতে টরেন্টোর মারখাম এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মিনহাজ জামান (২৩) কে আটক করেছে পুলিশ। সোমবার আদালতে হাজির করা হলে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন বিজ্ঞ বিচারক। নিহত দম্পতি মনির ও মুক্তা জামানের ২৫তম বিবাহবার্ষিকী উপলক্ষে তাদের বাড়িতে আয়োজন করা হয়ে একটি ঘরোয়া অনুষ্ঠানের। সেখানে অনেক বাংলাদেশিও অংশগ্রহণ করেন। ২০০২ সাল থেকে কানাডায় বসবাস করছিল ওই পরিবারটি। এটি একটি হত্যাকাণ্ড বলে পুলিশ ধারণা করছে। নিহত দম্পতির আটক হওয়া ছেলে মিনহাজ জামান মানসিকভাবে অসুস্থ। সে মাদকাসক্ত হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।পরিবারের সদস্যদের খুনের বিষয়টি সে প্রথম মন্ট্রিয়লে থাকা তার এক বন্ধুকে ফোনে জানিয়েছিল বলে জানা গেছে। তবে কীভাবে তাদের মৃত্যু হলো তা এখনও নিশ্চিত করতে পারেনি দেশটির পুলিশ। প্রতিবেশীদের উদ্ধৃত করে টরেন্টোর গণমাধ্যমগুলো বলছে, স্বল্পভাষী, শান্তশিষ্ট মিনহাজ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে ঝরে পড়ার পর ধীরে ধীরে নিভৃতচারী হয়ে পড়েন। শুধু নিকটস্থ মল এবং ব্যায়ামাগারে সময় কাটাতেন তিনি। হত্যাকাণ্ডের একটি ছবির পোস্ট করে তাতে তিনি লিখেছেন, প্রথমে আম্মু, তারপর নানী, তারপর বোন ও সবশেষে আব্বুকে হত্যা করি। সবশেষে তিনি লেখেন 'পুলিশ এসে গেছে, গুডবাই। নিহতরা টাঙ্গাইল জেলার অধিবাসী। এরা হলেন মোহাম্মদ মনির, তার স্ত্রী মুক্তা জামান, তাদের মেয়ে ম্যালিসা এবং মনিরের শাশুড়ি। পুলিশ এ ঘটনার তদন্ত করছে। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন