১৩ অক্টোবর ২০২৫

টস হেরে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৮:১৮ এএম
টস হেরে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

 

বাংলাপ্রেস ডেস্ক: নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের গৌহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এ ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ টাইগ্রেসরা।

বাঁহাতি পেসার সানজিদা মেঘলা ও অলরাউন্ডার রিতু মনিকে খেলাচ্ছে তারা। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন নিশিতা নিশি ও ফারজানা হক পিংকি।


এদিকে বাংলাদেশ ও ইংল্যান্ড উভয়ই জয় দিয়ে এবারের বিশ্বকাপ আসর শুরু করেছে। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে এবং দক্ষিণ আফ্রিকাকে ১০ উইকেটে হারায় ইংলিশরা।

ওয়ানডেতে এখন পর্যন্ত একবার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। গত বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ১০০ রানে হেরেছিল টাইগ্রেসরা।


বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, রাবেয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার ও সানজিদা আক্তার।

ইংল্যান্ড একাদশ: টামি বেউমন্ট, এমি জোন্স, হিথার নাইট, ন্যাট সেইভার-ব্রান্ট, সোফিয়া ডাঙ্কলি, এমা ল্যাম্ব, আলিসা কেপসি, চার্লট ডিন, সোফিয়া একেলস্টোন, লিনসে স্মিথ, লাউরেন বেল।

 

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন