১৩ অক্টোবর ২০২৫

টস হেরেছে বাংলাদেশ, ব্যাটিংয়ে পাকিস্তান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৬:৩৭ এএম
টস হেরেছে বাংলাদেশ, ব্যাটিংয়ে পাকিস্তান

 


বাংলাপ্রেস ডেস্ক: নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস ভাগ্যে হেরে ফিল্ডিংয়ে নিগার সুলতানা জ্যোতিরা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (০২ অক্টোবর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। জ্যোতির নেতৃত্বে বাংলাদেশ নারী দল প্রথম জয় পাওয়ার আশায় মাঠে নামবে।

টস জিতে পাক অধিনায়ক ফাতিমা বলেন, ‘উইকেটটা বেশ ভালো দেখাচ্ছে। ব্যাটিং সহায়ক মনে হচ্ছে। বিশ্বকাপে সবগুলো দলই কঠিন। আমরা বাংলাদেশকে কোয়ালিফায়ারে খেলেছি, যদি নিজেদের খেলা খেলতে পারি তবে যে কাউকেই হারানো সম্ভব।’


বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘আমরাও টস জিতলে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতাম। উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ মনে হচ্ছে। আমরা অনেকদিন ধরে কঠোর পরিশ্রম করছি। ফিটনেস ও স্কিলের জন্য বহু ক্যাম্প করেছি। শারীরিক ফিটনেস বজায় রাখার পাশাপাশি মানসিকভাবে শক্ত থাকার চেষ্টাও করছি।’

বাংলাদেশ একাদশ: ফারজানা হক, রুবিয়া হায়দার, শারমিন আখতার, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক, উইকেটকিপার), স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, নিশিথা আক্তার।

পাকিস্তান একাদশ: মুনিবা আলি, ওমাইমা সোহেল, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, নাটালিয়া পারভেজ, ফাতিমা সানা (অধিনায়ক), সিদরা নাওয়াজ, রামিন শামিম, নাশরা সান্ধু, ডায়ানা বেগ, সাদিয়া ইকবাল।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন