
উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিতে প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম


বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা। কিন্তু বিএনপি ক্ষমতায় এলে এগুলো আবার ফিরে আসবে। তাই উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে ও জঙ্গিবাদকে নির্মূল করতে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
আজ বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শেখ হাসিনা।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আমি ওয়াদা চাই, আপনারা ভোট দিবেন। এ সময় তিনি বলেন, মানিকগঞ্জে অনেক মানিক আছে। তার মধ্যে আমি তিন মানিক ক্রিকেট তারকা নাঈমুর রহমান দুর্জয়, কণ্ঠশিল্পী মমতাজ বেগম ও জাহিদ মালেককে কুড়িয়ে নিয়েছি। নৌকা মার্কায় তাদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন


রাজনীতি
মিরপুর অগ্নিকাণ্ডে নিহতদের পাশে জামায়াত আমির, ১ লাখ টাকা অনুদানের ঘোষণা
৩০ মিনিট আগে
by বাংলাপ্রেস


রাজনীতি
কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাঁদের কণ্ঠ রেকর্ড আছে: জামায়াত নেতা
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস

