নিজস্ব প্রতিবেদক: তিন দিনের জন্য সবার জন্য বিনামূল্যে গাড়ি রাখার বন্দোবস্ত করেছে ৩৮তম ফোবানা সম্মেলনের স্বাগতিক সংগঠন। উত্তর আমেরিকার প্রবাসী বাঙালিদের মিলনমেলা খ্যাত ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলনের আয়োজকরা আর মাত্র এক সপ্তাহ বাকি। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় আগামী ৩০-৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর আর্লিংটনের ক্রিস্টাল গেটওয়ে ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠিত হবে ৩৮তম ফোবানা সম্মেলন। ২৫টিরও বেশি অঙ্গরাজ্যের ৮৬টি বাংলাদেশি সংগঠনের সাংস্কৃতিককর্মীরা অংশ নিচ্ছেন এবারের ফোবানা সম্মেলনে।
আয়োজক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি এবার সবার জন্য বিনামূল্যে গাড়ি রাখার বন্দোবস্ত করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ভার্জিনিয়ার আর্লিংটনের ২৩৫-১৮ স্ট্রিট (সাউথ) এ তিন দিনের জন্য সবার জন্য বিনামূল্যে গাড়ি রাখার বন্দোবস্ত করা হয়েছে।
এবারেই প্রথম বৈচিত্রময় সাংস্কৃতিক পরিবেশনায় ব্যতিক্রমী ৩৮তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের ৮৬টি বাংলাদেশি সংগঠনের সাংস্কৃতিককর্মীরা প্রস্তুত হয়েছেন তাদের বৈচিত্রময় সাংস্কৃতিক পরিবেশনার জন্য।
৩৮তম ফোবানা সম্মেলনের কর্মকর্তারা জানান, ইতোমধ্যে ৩৮তম ফোবানা সম্মেলনে অংশগ্রহণে আগ্রহী সংগঠনের তালিকাভুক্তিতে সর্বকালের রেকর্ড ভেঙেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০-৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এবারের সম্মেলনে অংশগ্রহণকারী কলা-কুশলীরাও তাদের বৈচিত্রময় সাংস্কৃতিক পরিবেশনা দিয়ে অতীতের সকল রেকর্ড ভাঙতে সক্ষম হবেন।
এবারের ফোবানার আকর্ষনীয় বিষয়গুলো হচ্ছে-
গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সেমিনার, সাহিত্য, কারিগরি শিক্ষার প্রভাব ও উন্নয়ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সাইবার সিকিউরিটি, নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন, মূলধারায় নেতৃত্বের বিকাশ, ওয়াশিংটন মেট্রো এলাকার বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের সম্মাননা, আরবান ডেভেলপমেন্ট, ন্যানো টেকনোলজির এবং এর কার্যকারিতা, স্বাস্থ্যসেবা ক্ষেত্রে এআই এর প্রভাব, তরুণ মেধাবী ছাত্র ছাত্রীদের স্কলাশিপ অ্যাওয়ার্ড, তরুণ প্রজন্মের অংশগ্রহণে সংগীত ও নৃত্য প্রতিযোগিতা, ক্ষমতায়নে নারীর ভূমিকা, অর্জন এবং তাৎপর্য, কারুপণ্য শিল্পের প্রদর্শনী, বর্ণীল ফ্যাশন শো, সাহিত্যের উপর আলোকপাত এবং কাব্য জলসা, ফোবানা গ্রন্থমেলা, যুব ফোরাম ও নেটওয়ার্কিং, এনআরবি ব্যবসায়ী এবং ব্যবসা উদ্যোক্তাদের, নেটওয়ার্কিং, বিশ্ববিদ্যালয়গুলোর এলামনাই ফোরাম নিয়ে আলোচনা, আন্তঃধর্মীয় শান্তি আলোচনা, বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শনী ইত্যাদি।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]