নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বাংলাদেশি মালিকানাধীন হাউস কলস হোম কেয়ার প্রবাসী বাংলাদেশিদের চাকুরি প্রদানসহ থাকার বন্দোবস্ত করার ঘোষণা দিয়েছে। গত পাঁচ ধরে বয়স্ক ব্যক্তিদের সঠিক সেবা প্রদান করে আসছে মেট্রো ওয়াশিংটন এলাকার এ প্রতিষ্ঠানটি। বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশাল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন হাউসকল হোম কেয়ার কর্ণধার ফকরুল ইসলাম স্বপন।
তিনি জানান, নিউ ইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যে হোম কেয়ার সার্ভিস যারা পাচ্ছেন, তারা যদি ভার্জিনিয়া অঙ্গরাজ্যে আসার পরিকল্পনা করে থাকেন ষ্টেট পরিবর্তনে জন্য তাদের সর্ব প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা করে থাকেন হাউস কলস হোম কেয়ার। হোম কেয়ারের যারা বর্তমানে কাজ করছেন, তারা যদি ভার্জিনিয়ায় ক্লায়েন্টসহ চাকুরি নিয়ে আসতে চান তাদের জন্য থাকার বন্দোবস্ত করবেন তিনি। সেই সাথে পাবেন ভালো বেতন। প্রবাসীদের সকল প্রকার সাহায্য সহযোগিতা করাই আমাদের মুল লক্ষ্য। তাই যারা হোম কেয়ারে চাকুরি করে স্বল্প আয়ে সংসার চালাতে পারছেন না তারা এখনই ভার্জিনিয়ায় চাকুরির সুযোগ পাবেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, হাউস কলস হোম কেয়ারে আমরা ব্যতিক্রমী যত্ন প্রদানে বিশ্বাস করি যা আমাদের ক্লায়েন্ট এবং তাদের পরিবারের জীবনকে সমৃদ্ধ করে। যত্নশীলদের আমাদের নিবেদিত দলের সাথে আমরা প্রতিটি ব্যক্তির অনন্য চাহিদা মেটাতে উপযোগী বিস্তৃত পরিসরের পরিষেবা প্রদান করি। আমরা কাস্টমাইজড কেয়ার প্ল্যান তৈরি করি যা প্রতিটি ক্লায়েন্টের নির্দিষ্ট চাহিদা এবং পছন্দগুলিকে সমাধান করে। তাদের স্বাচ্ছন্দ্য এবং সুস্থতা নিশ্চিত করে। আমাদের পরিচর্যাকারীরা অভিজ্ঞ, সহানুভূতিশীল পেশাদার যারা সর্বোচ্চ মানের যত্ন প্রদানের জন্য কঠোর প্রশিক্ষণ এবং ব্যাকগ্রাউন্ড পরীক্ষা করে থাকি। দৈনন্দিন ক্রিয়াকলাপে সহায়তা থেকে শুরু করে দক্ষ পরিচর্যাকারীদের যত্ন, ওষুধ ব্যবস্থাপনা, এবং সাহচর্য, আমরা আমাদের ক্লায়েন্টদের স্বাধীনতা এবং মর্যাদাকে সমর্থন করার জন্য সম্পূর্ণ পরিষেবাগুলি প্রদান করে থাকি। তিনি বলেন, আমরা বুঝি যে প্রতিটি পরিবারের আলাদা আলাদা সময়সূচী এবং প্রতিশ্রুতি রয়েছে। সেই কারণেই আমরা আপনার প্রয়োজন মিটমাট করার জন্য নমনীয় সময়সূচী বিকল্পগুলি প্রদান করি।
হাউস কলস হোম কেয়ারের মাধ্যমে আপনি মনের শান্তি পেতে পারেন। চাকুরি পেতে ইচ্ছুক ব্যক্তিরা শিগগির ফকরুল ইসলাম স্বপনের সাথে ৫৭১-৬৬৬-৮৫০০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে৷
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]