১৪ অক্টোবর ২০২৫

ভার্জিনিয়ায় 'মাইলস'-এর অনুষ্ঠান ছিনতাইয়ে উত্তেজনা!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভার্জিনিয়ায় 'মাইলস'-এর অনুষ্ঠান ছিনতাইয়ে উত্তেজনা!
বিশেষ প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘মাইলস’ এর অনুষ্ঠান ছিনতাইয়ের ঘটনায় তিন অঙ্গরাজ্য প্রবাসী বাংলাদেশিদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।আজ শনিবার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের প্রতিবন্ধী শিশু-কিশোরদের সাহায্যার্থে এক অনুষ্ঠানে ‘মাইলস’ এর সঙ্গীত পরিবেশনের কথা ছিল।একই অঙ্গরাজ্যের একটি কূচক্রিমহল প্রতিবন্ধীদের এ অনুষ্ঠানটি ছিনিয়ে নেন। এ ব্যাপারে ভার্জিনিয়ার প্রিন্স উইলিয়াম কাউন্টির আদালতে একটি মামলা দায়ের হয়েছে। জানা যায়, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড ও ওয়াশিংটন ডিসি এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় ‘প্রাইড ফাউন্ডেশন’ নামের একটি সামাজিক সংস্থা দেশ ও বিদেশের প্রতিবন্ধী শিশু-কিশোরদের সাহায্যার্থের নানা ধরনের কর্মকান্ড চালিয়ে আসছেন। সেই মোতাবেক চল্লিশ বছরপূর্তি উপলক্ষ্যে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘মাইলস’ এর একটি অনুষ্ঠানের গত মার্চ মাস থেকেই পরিকল্পনা করেন।পরিকল্পনা অনুষায়ী ‘মাইলস’ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠান সংক্রান্ত প্রতিনিধি নিউ ইয়র্ক প্রবাসী শিল্পী তানভীর শাহীনের সঙ্গে যোগাযোগ করেন।শাহীন মাইলস এর অনুষ্ঠান করবে বলে আশ্বাস দিলে প্রাইড ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রচারণা চালিয়ে আসছে।   সেই অনুযায়ী গত ২ মে ২০১৯ একটি চুক্তিস্বাক্ষর হয়।মাইলস এর পুরো অনুষ্ঠান সম্পন্ন করার জন্য প্রাইড ফাউন্ডেশন ও তানভীর শাহীনের মধ্যে ১১ হাজার ডলার চুক্তি সম্পাদন হয়। চুক্তি মোতাবেক শাহীনকে ৩ হাজার ডলার অগ্রিম প্রদান করেন প্রাইড ফাউন্ডেশনের কর্ণধার উজ্জল হোসেন। এরই মধ্যে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি প্রভাবশালী ও কূচক্রিমহল স্থানীয় প্রবাসীদের মাঝে বিভাজন সৃষ্টির লক্ষ্যে প্রতিবন্ধী শিশু-কিশোরদের সাহায্যার্থে অনুষ্ঠিতব্য উক্ত অনুষ্ঠানটি ছিনতাই করে অন্যত্র সরিয়ে নেন।একাত্তর ফাউন্ডেশনের নামে একই দিনে মাইলস এর এ অনুষ্ঠানটি হবে বলে প্রচারণা চালানো হয়। এ ঘটনায় ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড ও ওয়াশিংটন ডিসি এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে এ ব্যাপারে ভার্জিনিয়ার প্রিন্স উইলিয়াম কাউন্টির দ্য সার্কিট কোর্টে একটি মামলা দায়ের করেন প্রাইড ফাউন্ডেশনের কর্ণধার উজ্জল হোসেন। মামলা নম্বর ১৯৪৫৩৫।মামলায় একাত্তর ফাউন্ডেশন, পারভীন পাটোয়ারী, তানভীর শাহীন, নিউ ইয়র্কের মাল্টি মিউজিক মিডিয়া ইঙ্ক,মেইনল্যান্ড বিডি ইউএস ইঙ্ককে অভিযুক্ত করা হয়েছে। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন