বাংলাপ্রেস ডেস্ক: গত ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপের চলতি আসরে প্রথম দেখা হয় ভারত-পাকিস্তানের। সেই ম্যাচে টসের পর এবং খেলা শেষে ইচ্ছে করেই পাকিস্তানি ক্রিকেটারদের সাথে হ্যান্ডশেক করেনি ভারতীয় ক্রিকেটাররা। সেই ম্যাচে হ্যান্ডশেক করা নিয়ে অনেক বিতর্ক হয়।
হ্যান্ডশেক বিতর্কে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে কাঠগড়ায় তোলা হয়, এশিয়া কাপ বয়কটের হুমকি, এক ঘণ্টা দেরিতে আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলতে নামা- পাকিস্তানের ক্রিকেট সম্ভাব্য সবরকম পরিস্থিতিই দেখেছে। এতকিছুর পরেও হ্যান্ডশেক বিতর্কের রেশ কাটেনি।
টুর্নামেন্টের সুপার ফোরের ম্যাচে আজ আবার দেখা হচ্ছে ভারত-পাকিস্তানের। সমীকরণ মিললে চলতি আসরে তৃতীয়বার মুখোমুখি হতে পারে দুই দল। যে ম্যাচ অনুষ্ঠিত হতে পারে আগামী রোববার, দুই দলই এশিয়া কাপের ফাইনালে উঠলে।
গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতা বোঝা গেছে। ভারতের বিরুদ্ধে তো বটেই, ওমান এবং আমিরাতকে হারাতেও সালমান আঘাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। ভারতের বিপক্ষে শেষ ৫ ম্যাচেই হেরেছে পাকিস্তান। তবে ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। আর তাই আজকের ম্যাচে পাকিস্তানকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আজকের ম্যাচে ভারতীয়রা পাকিস্তানি ক্রিকেটারদের সাথে হ্যান্ডশেক করবেন তো? পরিস্থিতি বলছে, আজকের ম্যাচেও দুই দলের অধিনায়ক বা ক্রিকেটারদের হ্যান্ডশেক করার সম্ভাবনা কম। আর সেটা নিয়ে এশিয়া কাপে নতুন কোনো নাটক মঞ্চস্থ হলেও অবাক হওয়ার কিছুই থাকবে না।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]