
ভারতে বাস দুর্ঘটনায় নিহত ৪৩

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

বাংলাপ্রেস অনলাইন : ভারতের তেলেঙ্গানা রাজ্যে মঙ্গলবার তীর্থযাত্রী নিয়ে একটি বাস ছিটকে পড়ে অন্তত ৪৩ জন নিহত হয়েছে।যাত্রীবাহী বাসটি রাজ্যের জাগতিয়াল জেলার একটি সড়ক থেকে ছিটকে উপত্যকায় পড়ে যায় বলে কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
সূত্র মতে, বাসটি ৭০ জন আরোহী নিয়ে কোন্ডাগাত্তু থেকে জাগতিয়ালে ফিরছিল।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়েছে, চালক দ্রুত গতিতে বাসটি চালাচ্ছিল এবং এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।একটি মন্দির দর্শনের পর তীর্থযাত্রীরা বাসটিতে করে নিজেদের এলাকায় ফিরছিলেন বলে জানা যায়।দুর্ঘটনা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
বাংলাপ্রেস /এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





