
ভারতে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্যাংকারে ধাক্কা ট্রাকের, ভয়াবহ বিস্ফোরণ


বাংলাপ্রেস ডেস্ক: ভারতে জয়পুর-আজমের জাতীয় সড়কে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্যাংকারে ট্রাকের ধাক্কার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, গ্যাস সিলিন্ডার বোঝাই ট্য়াংকারটি দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি ট্রাক। ফলে, মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় ট্যাংকারে। তার পরেই জোরালো শব্দে একের পর এক বিস্ফোরণ হতে থাকে।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে এলপিজি সিলিন্ডার বোঝাই একটি ট্রাকে অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হয় সানওয়াড়া এলাকায়। পর পর বিস্ফোরণের জেরে জাতীয় সড়কে ৭টি গাড়ি সম্পূর্ণরূপে পুড়ে গেছে। কয়েক কিলোমিটার দূর থেকে শোনা গেছে বিস্ফোরণের শব্দ। প্রায় ১০ কিলোমিটার দূর থেকে দেখা গেছে আগুনের লেলিহান শিখা।
জয়পুরের আইজি রাহুল প্রকাশ জানিয়েছেন, এই ঘটনায় ট্যাংকারের চালকসহ দুই থেকে তিনজন আহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, অনেক দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘটনার বেশ কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
পুলিশ জানিয়েছে, জাতীয় সড়কের ওপর সিলিন্ডার বোঝাই ওই ট্রাকটি ভুল জায়গায় পার্ক করে তার চালক রাস্তার পাশের একটি দোকানে খাবার খেতে যান। সেই সময় পিছন থেকে একটি ট্রাক তাতে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে আগুন ধরে যায় ট্রাকটিতে। মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার ধারন করে। ট্রাকে সিলিন্ডার থাকার জেরে পরপর বিস্ফোরণ ঘটে। আগুন ধরে যায় আশেপাশের ৭টি গাড়িতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিস। বন্ধ করে দেওয়া হয় হাইওয়ে। অগ্নিকাণ্ডের জেরে ট্রাকের চালকসহ তিনজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরের চিফ মেডিক্যাল অফিসার রবি শেখাওয়াত জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকরী যানবাহনের চালককে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন


সামরিক সংঘর্ষের পর আফগান সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি পাকিস্তানের

ভুটান থেকে বাংলাদেশ বিদ্যুৎ কিনলে দুই দেশেরই উপকার: হামু দর্জি

মিশরে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে গাজা শান্তিচুক্তিতে সই করলেন ট্রাম্প

