
ভারতে স্বপরিবারে আত্মহত্যা

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

বাংলাপ্রেস অনলাইন: ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে এক বাড়িতে তিন মৃতদেহ পাওয়া যায়। পরে অনুসন্ধানে পুলিশ জানিয়েছে তারা তিনজন স্বামী-স্ত্রী ও সন্তান, যারা স্বপরিবারে আত্মহত্যা করেছে। আত্মহত্যার কারণ হিসেবে ‘ব্ল্যাক ম্যাজিক’কেই দায়ী করছে পুলিশ।
বৃহস্পতিবার আহমেদাবাদের নারদা এলাকার একটি ঘরের ভেতর থেকে ওই তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়। সুইসাইড নোটে ‘ব্ল্যাক ম্যাজিকের’ কথাও পেয়েছে পুলিশ।
আত্মহত্যাকারী কুনাল ত্রিবেদির (৫০) লেখা সুইসাইড নোট থেকে ‘ব্ল্যাক ম্যাজিকের’ কথাও পেয়েছে বলে জানিয়েছে পুলিশ। কুনাল, তার স্ত্রী কবিতা ত্রিবেদি (৪৫) ও মেয়ে শ্রীন ত্রিবেদির (১৬) ঝুলন্ত মৃতদেহ তাদের ঘরের ভেতর পাওয়া যায়।
বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





